PagesAndroid Kitkat,Lollipop and Marshmallow Mobile

Tuesday, 27 September 2016

VIRTUAL REALITY AND AUGMENTED REALITY SANTI PADA CHAKRABORTY, FELLOW MEMBER OF ISTITUTION OF ENGINEERS (INDIA), EX-SUPERINTENDING ENGINEER (ELECTRICAL), W.B.S.E.B. বর্তমানে texchnology র উদ্ভাবনের গতির জন্য Virtual Reality (ভার্চুয়াল বাস্তবতা) consumer বিশ্বের একটি রেনেসাঁ এনেছে। ভার্চুয়াল রিয়ালিটি (VR) এবং তার ঘনিষ্ট চাচাত ভাই Augmented Reality (AR) (উদ্দীপ্ত রিয়ালিটি) স্মার্টফোনের এবং ইন্টারনেটের মত দৈনন্দিন জীবনে সাধারণ হয়ে উঠছে। What is Virtual Reality VR এর সজ্ঞা virtual ও reality দুটোর সজ্ঞা থেকে আসে। Virtual এর সজ্ঞা হচ্ছে কাছের। Reality সজ্ঞা হচ্ছে বাস্তবতা যা আমরা মানষ হিসাবে প্রত্যক্ষ করি।সুতরাং, Virtual Reality অর্থ ‘near reality’ (বাস্তবতার কাছাকাছি)। এটা বিশেষ ধরনের বাস্তবতার emulation। আমরা বিশ্বকে জানি আমাদের ইন্দ্রিয় (sense)ও উপলদ্ধি ব্যবস্থার মাধ্যমে। আমরা জানি আমাদের 5টা ইন্দ্রিয়: স্বাদ, গন্ধ, স্পর্শ, দৃষ্টিশক্তি ও শ্রবনশক্তি আছে। এগুলো সুস্পস্ট ইন্দ্রিয়। মানুষের আরও অনেক ইন্দ্রিয় (senses) আছে যেমন ভারসাম্যের অনুভুতি। এই অন্য বোধ শক্তি সম্বন্ধীয় input (sensory inputs) ও আমাদের ব্রেনের কিছু সজ্ঞাবহ (sensory) তথ্যের বিশেষ প্রসেসিং থেকে নিশ্চিতভবে জানা যায় যে পরিবেশ থেকে মনে তথ্য যায়। আমাদের বাস্তবতা (reality) সব ইন্দ্রিয় দিয়ে আসে। অন্যভাবে বললে, আমাদের পুরো বাস্তবতার অভিজ্ঞতা হচ্ছে ইন্দ্রিয়ের (sensory) তথ্য ও আমাদের মস্তিষ্কের ঐ তথ্যের জ্ঞান তৈরীর প্রক্রিয়ার যোগফল। তাহলে দাঁড়াচ্ছে যে, যদি আপনার বোধ শক্তিগুলোকে কৃত্রিম (made-up) তথ্য দেওয়া হয় তাহলে সেই অনুসারে আপনার ইন্দ্রিয় দ্বারা বাস্তবতার উপলদ্ধি বদলাবে। আপনাকে এক ধরনের বাস্তবতার ধারনা দেওয়া হবে যা প্রকৃতপক্ষে নেই, কিন্তু আপনার বোধ শক্তিতে এটাকে বাস্তব হিসাবে অনুভুত হবে। এটাই virtual reality। সংক্ষেপে বলা যায়, ভার্চুয়াল reality আমাদের sense গুলোকে কম্পিউটারে উৎপন্ন ভার্চুয়াল পরিবেশের ধারনা দেয়। “Virtual reality কি” প্রযুক্তিগত শব্দে উত্তর অকপট। ভার্চুয়াল বাস্তবতা প্রযুক্তিগত শব্দে একটি কম্পিউটারে তৈরী 3D পরিবেশ যা কোন ব্যক্তির সঙ্গে প্রতিক্রিয়া করে। সেই ব্যক্তি ভার্চুয়্যাল বিশ্বের অংশ হয় বা ভার্চুয়্যাল পরিবেশে নিমগ্ন হয়। সেখানে থাকাকালীন নিপুনভাবে বস্তু নাড়াচাড়া করতে পারে ও অনেক কাজ করতে পারে। "virtual reality (বাস্তবতা)"র অর্থ প্রকৃতপক্ষে কংক্রিট অস্তিত্ব না থাকা সত্ত্বেও কংক্রিট অস্তিত্ব থাকা। ভার্চুয়াল পরিবেশ বাস্তব জগতের (real world) মত মিলে যাওয়ার প্রয়োজন নেই। VR কে কখনও immersive multimedia বলে, যেটা কম্পুউটারে তৈরী একটা পরিবেশ, বাস্তব বা কাল্পনিক যা ঐ পরিবেশে userএর বাস্তব উপস্থিত থাকা simulate করতে পারে ও user তার সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে। VR ভার্চুয়াল স্বাদ, দৃশ্য, গন্ধ, শব্দ, স্পর্শের অনুভুতি দিতে পারে (recreate)। Virtual reality software দিয়ে তৈরী করা একটা কৃত্তিম পরিবেশ, user বিশ্বাস স্থগিত রাখে এবং এটাকে real environment হিসাবে গ্রহন করে। Computer এ virtual reality প্রাথমিক ভাবে 5 টা ইন্দ্রিয়ের মধ্যে 2টা দৃষ্টি ও শব্দ দিয়ে অনুভব করে। ভার্চুয়াল রিয়ালিটি সোসাইটি (VRS) ভার্চুয়াল বাস্তবতা এবং প্রযুক্তির একটি ওয়ান স্টপ তথ্য এবং সংবাদ সম্পদ। এখানে আপনি ভার্চুয়াল বাস্তবতা world এর বিশাল তথ্য, ভার্চুয়াল বাস্তবতা (Virtual Reality) র সমস্যা, প্রভাব ইত্যাদি অনেক ধরনের তথ্য beginners দের জন্য পাবেন। ভার্চুয়াল রিয়ালিটি: এটা কি এবং সম্পর্কে জানা কেন গুরুত্বপুর্ন? Virtual reality মুলত প্রযুক্তি ব্যবহার করে একটা পরিবেশে উপস্থিতির বিভ্রম তৈরী করে, যেটা প্রকৃতপক্ষে নেই। এটা নানা ইন্দ্রিয় (sense) যেমন দৃষ্টি ও শ্রবনকে তথ্য পাঠিয়ে কাজ করে, যা আমাদের মস্তিষ্ককে বোকা বানায় ও ভার্চুয়্যাল কিছু দেখে। দৃষ্টি বিভ্রম (illusion) পরষ্পর ক্রিয়ায় সম্পন্ন হয়, অন্যভাবে বললে ভার্চুয়্যাল world যে কোন ভাবে আপনাকে জানান দেয়। Fig-(VR computer simulated পরিবেশ সত্যিকরের জীবন্ত অভিজ্ঞতা দেয়) অবশ্য, এরকম virtual দুনিয়া প্রযুক্তি দিয়ে তৈরী করা খুব জটিল পদ্ধতি এবং এটা করতে advance computer hardware ও software দরকার ও peripheral device নির্দিষ্ট virtual realityর কাজই করে। বিমান পরিবহন ও মেডিসিনে virtual reality প্রয়োগ করছে, পাইলট ও সার্জেনদের তাদের নিজ নিজ পেশায় বিশেষ বাস্তব সম্মত পদ্ধতিতে প্রশিক্ষন দেওয়া হয় জীবন, দেহ বা পরিকাঠামো বিপন্ন না করে। AR প্রযুক্তি স্বাস্থ্যে একটা গুরুত্বপুর্ন ও ব্যবহারিক application-প্রশিক্ষন, শিক্ষা স্বাস্থ্য থেকে দৃষ্টিশক্তির উন্নতির কাজে লাগে।। How is virtual reality achieved? আজকাল virtual reality সাধারনত কম্পুউটার প্রযুক্তি ব্যবহার করে বাস্তবায়িত হয়। অনেক ব্যবস্থা আছে যেমন headset, একমুখি treadmeal ও special গ্লাভস, gear এই উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এগুলো আসলে use করা হয় আমাদের অনুভুতিগুলোকে (senses) উদ্দিপিত করে বাস্তবতার বিভ্রম তৈরী করতে। VR vitual পরিবেশ তৈরী করে যা আমাদের অনুভুতিতে এমন ভাবে উপস্থাপিত করা হয় যে আমরা দেখি যেন আমরা ওখানে আছি। লক্ষ অর্জনে অনেক প্রযুক্তি ব্যবহার করা হয়, এটা জটিল, আমাদের অনুভুতি ও জ্ঞান বিষয় বিবেচনা করতে হয়। আনন্দ উপভোগ ও গম্ভির ক্ষেত্রে ব্যবহার হয়। প্রযুক্তি সস্তা হচ্ছে ও প্রচলন বেশী হচ্ছে। এই প্রযুক্তির অনেক innovative ব্যবহার হবে। ( Part-I Published in Online Computer Jagat Patrika in May 16.) Part-II Variety of applications of vitual reality: Medicine এ সার্জারী খুবই লাভবান। অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়। সার্জারী simulation প্রসারের জন্য Medicine সবচেয়ে বেশী লাভবান।এটা ট্রেনিং aid হিসাবে use হয় এবং সার্জেন ভার্চুয়্যাল পেসেন্টের অপারেশন করে দেখায় বা মানুষের শরীরের ভীতরটা দেখান হয়। রোগ নির্নয়ের জন্য ব্যবহার হয়, রোগীর শরীরের ভীতরের বিস্তারিত দৃশ্য দেখায়, X-RAY বা স্ক্যান থেকেও বেশী বিস্তারিত দৃশ্য দেখায়। VR Aviationএ ব্যবহার হয়: 3D এয়ারক্রাফ্ট ডিজাইন করা যায়, prototype test করা যায়। simulationএ ডিজাইন বদলান যায়। সার্জারী ও ফ্লাইট simulation ছাড়াও অন্য use হচ্ছে গেম, weather forecasting, Space program ও পুরাতন সভ্যতা পুননির্মান। কিছু architect বিল্ডিং plan এর vitual model তৈরী করে, যাতে লোক ভিতরে হাঁটতে পারে, ভিত করার আগেই। খদ্দের বিল্ডিংএর ভিতরেও বাইরেটা দেখতে পারে, প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। vitual model এ নিখুঁত ধারনা দেয় flat সম্পর্কে।Aviationও ব্যবহার হয়। একটা 3D aircraft ডিজাইন করা যাবে, ডিজাইনার prototype ভাঙ্গচুর না করে পরিবর্তন করতে পারে। এতে সময় ও খরচ কম লাগে। Militery তে VR এর প্রযুক্তিতে Training অনেক নিরাপদ, অন্য ব্যবস্থা থেকে কম খরচ। সৈন্য যারা VR ট্রেনিং নেয় অনেক দক্ষ হয়। এও VR ব্যবহার হয়। Summary: VR vitual পরিবেশ আমাদের অনুভুতিতে এমন ভাবে উপস্থাপিত করা হয় যে আমরা দেখি যেন আমরা ওখানে আছি। লক্ষ অর্জনে অনেক প্রযুক্তি ব্যবহার করা হয়, এটা জটিল, অনুভুতি ও জ্ঞান বিষয় বিবেচনা করতে হয়। আনন্দ উপভোগ ও serious ক্ষেত্রেও ব্যবহার হয়। প্রযুক্তি সস্তা হচ্ছে ও প্রচলন বেশী হচ্ছে। এই প্রযুক্তির অনেক innovative ব্যবহার হবে। VR প্রযুক্তি psychological therapy তে ব্যবহার হয়। Virtual পরিবেশ তৈরী করে ও পেসেন্টকে exposure দেওয়া হয় চিকিৎসার জন্য। অনেক বছর ধরে ভার্চুয়্যাল পরিবেশ exposer therapy দিয়ে enxiety problem চিকিৎসা করে। VR পরিবেশ Training simulator হিসাবে ব্যবহার হয়। আগে flight simulator যেমন “Microsoft Flight Simulator" শোনা যেতো, কিন্তু অনেক আধুনিক মিলিটারীতে Iraqui cultural অবস্থা ও সৈনিকদের জন্য যুদ্ধক্ষেত্র simulator হিসাবে use করে। এছাড়া সন্ত্রাস, Telesurgery, paratrooping, ওয়েল্ডিং ও মাইনিং প্রশিক্ষণে ব্যবহার হয়। Augmented reality (AR):- Augmented reality ( AR) হচ্ছে virtual তথ্য real world এর প্রকৃত বস্তুতে মিশ্রন বা virtual ও লাইভ ইমেজের মিশ্রন। লাইভ ইমেজ real দৃশ্য হতে পারে, ক্যামেরা ইমেজ হতে পারে। যেমন কারে সামনের উইণ্ডোতে দিক দেখানো, সেখানে real world ও navigational সিস্টেমে বাড়তি তথ্য দেখা যায়। AR হচ্ছে live বা পরোক্ষ দৃশ্য বাস্তব বা real-world পরিবেশ যা উদ্দীপ্ত করা হয় কম্পুউটার তৈরী sensory input শব্দ, ভিডিও, graphics, GPS ডাটা দিয়ে। Optical combination:- একটা হেলমেট সঙ্গে সামনের কোনে বসান একটা transparent কাঁচ থাকে যা দৃশ্য মেলাবে। কাঁচের উপরে একটা কাঁচের দিকে মুখ করা মনিটর থাকে। মনিটারেরর আলো জ্বালালে আলো প্রতিফলিত হয়ে চোখে পড়বে। কোন ক্যামেরা নেই, এই ডিভাইসে অপ্টিক্যাল প্রযুক্তি ব্যবহার হয়। Real world কে কাঁচের মাধ্যমে দেখবে। মনিটারে তৈরী দৃশ্য ও Real world মিশ্রত দৃশ্য দেখবে। Video combination- অন্য AR টাইপ হচ্ছে ভিডিও মিশ্রন। প্রায় একই রকম, কেবল user মনিটারে তাকাবে, যেমন ছবিতে দেখান হয়েছে। glass Robust heads-up গ্লাস ডিসপ্লে ধীরে ধীরে auto industry তে আসছে। কল্পনা করুন আপনার কারের পুরো windshield Google glass এর মত কাজ করছে। ধুলো ও বিরক্তিকর বাস্তব জগতের traffic দেখার বদলে আপনি car ও ডাটার সঙ্গে মিশ্রিত হাইলাইট করা রাস্তার বর্নাঢ্য প্রধান বৈশিষ্ট গুলো দেখছেন, টিকা সহ, বেশী নিরাপত্তা, সুবিধা ও আনন্দের জন্য। এটা কি অস্বাভাবিক মনে হচ্ছে। ছবি ও ডাটা আপনার windshield এ 3D তে project করা হয়। এগুলো চালু করতে সময় লাগবে, তবে অদুরে আসবে। AR ব্যবস্থা user এর জন্য একটা সংযুক্ত দৃশ্য তৈরী করে যা হবে একটা সত্যিকারের দৃশ্য, যা দেখা যায় ও একটা virtual দৃশ্য যা user এর sense কে উদ্দিপিত করে। এটা কম্পুউটার তৈরী virtual দৃশ্য বাড়তি তথ্য দিয়ে উদ্দিপ্ত করে। AR এর লক্ষ হচ্ছে একটা ব্যবস্থা তৈরী করা যাতে user বাস্তব জগৎ এবং তার virtual উদ্দিপক মিশিত করে। বর্তমান AR বিনোদন, মিলিটারী প্রশিক্ষন, ইঞ্জিনিয়ারিং ডিজাইন, রোবোটিক, উৎপাদন ও অন্য শিল্পে ব্যবহৃত হয়। এয়ারক্র্যাফ্টের HUD (Head Up Display) air speed, উচ্চতা, horizon line, heading turn/bank, slip/skid indicator ইত্যাদি তথ্য দেখায়। শেষের 2টা horizontal movements ও rolling movement দেখায়। মিলিটারী এয়ারক্র্যাফ্ট লক্ষের (terget এর) তথ্য, closing speed, লক্ষের range, সম্ভাব্য অবতরন ক্ষেত্র, weapon seeker ও অস্ত্রের অবস্থা জানতে পারে। কারে ব্যবহৃত HUD অনেক সহজ, এটা গতি ও দিক দেখায়। Augmented Reality - What is it? যদিও virtual reality আলোচনা করা হয়েছে, এর ঘনিষ্ট চাচাতো ভাই augmented reality রও আলোচনা করা দরকার। Virtual reality আপনার sense গুলোকে digital জগতে নিয়ে যায়, AR বর্তমান সত্য জগতে ডিজিট্যাল ছবি ও শব্দ নিক্ষেপ করে। AR virtual reality র মধ্যে পড়ে। AR কম্পুউটার ব্যবস্থা আমাদের reality র বা real world এর ধারনা বদলে দেয়। কোন বিমানে ও কারে Heads up Display “গন্তব্যস্থলের দুরত্ব”, GPS position ও speed দেখায়। এটা এক ধরনের AR। ডিজিট্যাল বস্তু যেমন 3D model বা video আমাদের বাস্তব দৃশ্যে প্রজেক্ট করা হয়, এগুলো যেন সত্যিই সেখানে আছে মনে হয়। How does Augmented Reality work? AR এ অনেক সেন্সর ব্যবহার করা হয় (ক্যামেরা সহ)। কম্পুউটার ও ডিসপ্লে ডিভাইস বাস্তব জগতে VR এর বিভ্রম তৈরী করে। ধরুন একটা 2D image সিনেমা পোস্টার। ক্যামেরা image প্রসেস করে, ছবি ও সাউণ্ড দিয়ে উদ্দিপিত করে (augment), তখন দেখা যায় মুভি পোস্টার জীবন্ত হয়ে উঠছে এবং film এর একটা trailor দেখাচ্ছে। আপনি ডিসপ্লে window দিয়ে যতক্ষন পোস্টারের দিকে তাকাবেন আপনি AR দেখবেন, plain vanila reality র পরিবর্তে। Augmented worldএ স্মার্টফোন বা ট্যাবলেটকে “magic window” এর মত ব্যবহার করা হয় ও আমাদের ডিজিট্যাল তথ্য পাঠায়। ডিজিট্যাল চিত্র বাস্তব বস্তুর উপর নিক্ষেপ করা যায়। এটাকে projection mapping বলে এবং চমকপ্রদ প্রভাবের জন্য use করা যায়। Applications of Augmented Realiy AR Health care এ সফল ভাবে মেডিক্যাল ট্রেনিং ও ফার্মেসী পরিচালনা করে। এটা হেল্থকেয়ার সংস্থাকে নিখুঁত করবে। বর্তমানে, ডাক্তারের সার্জারী নিখুঁত করতে রিসার্চাররা AR প্রযুক্তি ব্যবহার করছে। ছাত্রদের জটিল বিষয়ে AR এ ট্রেনিং দেয়া হচ্ছে। অনেক শিল্পে AR এর ব্যাপক প্রয়োগ হয়। AR শিক্ষা ও গেমংএ বানিজ্যিক উন্নতি করেছে। সবচেয়ে বড় মূলধারার ভিডিও গেম কনসোল, এক্সবক্স এবং প্লেস্টেশনএ AR ক্ষমতা অন্তর্ভুক্ত করেছে।এই গেমগুলো Kinect এর আকারে (xbox এর জন্য) ও প্লেস্টেশনে Eye বা ক্যামেরা (3 এবং 4 এর জন্য যথাক্রমে) ব্যবহার হয়। Educationএ AR দেখা যায়। মেডিসিনে ছাত্ররা live 3D মোডেল দেখে লাভবান হয়। এখনকার শিক্ষার উপকরন(বইয়ের পাতা) AR এর টারগেটের মত। যখন স্মর্টফোনের লেন্সের মাধ্যমে বইয়ে আপনি তাকাবেন দেখবেন ইঞ্জিনের ছবি, ইজ্ঞিনিয়ারিং বইয়ে এনিমেশন ছবি করছে বা চালু হার্টের 3D মডেল দেখাচ্ছে, যেটা আপনি হাতে ঘোরাতে পারছেন। মেডিক্যাল চিকিৎসায় AR রোগীর দেহে সরাসরি তথ্য নিক্ষেপ করে। যেমন veinviewer ব্যবস্থা real-time infrared vein scan ইমেজ সরাসরি রোগীর চামড়ায় নিক্ষেপ করে, চামড়াকে trasparent এর ধারনা দিতে। এতে চিকিৎসক সরাসরি ভেন দেখতে পাবেন। মিলিটারী ব্যবহারে Heads Up Display(HUDs)পরিধান করা সৈন্য দেখবে বাস্তব জগতের বস্তুতে তথ্য ট্যাগ করা আছে। এতে Radar তথ্য, orders বা অন্য সংশ্লিস্ট সেন্সর ডাটা নেটওয়ার্কে থাকা ডিভাইস থেকে পাওয়া যাবে। শত্রু বন্ধুর position জানা আবশ্যক। মিলিটারীতে AR এর ভবিষ্যত উজ্জ্বল। Mobile phone বিশেষ করে iPhone AR apps ব্যবহার করে যাতে computer এ তৈরী image বাস্তব জগতের image এর উপরে বসায়। উদাহরন, একটা app রেস্টুরেন্ট খোঁজতে সাহায্য করে: এটা রেস্টুরেন্টের sign/logo ডিসপ্লে করে যখন আপনি ঐ দিকে যান। Apple store এ Golfscape AR Range finder app golfer দের খেলতে সাহয্য করে। AR মার্কেটিং ও বিজ্ঞাপনে use করা হয় যেমন কোন product এর কোন বিশেষ দিকে জোর দেওয়া হয়, আকর্ষনীয় করতে ও বিক্রি বাড়াতে। AR আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হবে। Wearable computer বেশী চালু হলে লোক যে বস্তু নেই—তার সঙ্গে interact করবে। আপনার স্মার্টফোনের AR apps store ঘেটে AR apps search করলে অনেক পাবেন, কিছু free আছে। AR আপনার দেখা দৃশ্যে তথ্য মিশ্রিত করে যেখানে বাস্তব ও ভার্চুয়্যাল বিশ্ব যুক্ত। এটা শুধু ডেস্কটপ বা মোবাইল ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। Google glass, wearable কম্পুউটার ও optical head-mounted ডিসপ্লে উদাহরন। AR হচ্ছে virtual তথ্য real world এর প্রকৃত বস্তুতে মিশ্রন, যেমন কারে ক্যামেরাসহ dashboard। কার ড্রাইভে app monitor করে এবং অন্য কার থেকে দুরত্ব লক্ষ রাখে, Android device কে collision warning device এ পরিনত করে। গাড়ী চালাবার সময় app রংঙীন warning signal দেখায়। Green দেখায় যখন অন্য কার থেকে নিরাপদ দুরত্বে থাকে। কাছাকাছি চলে এলে app yellow সাইন দেখাবে। বিপদ সীমার মধ্যে থাকলে, app red সাইন দেখাবে এবং কার আস্তে চালাতে বলবে। কারের speed দেখাবে, ও speed limit পোঁছে গেলে জানাতে আপনি app সেট করতে পারেন। Head-up display কিছু কিছু দামি গাড়িতে থাকে, windscreen এর একটা অংশে স্পিড ও রাস্তার বাঁকে বাঁকে দিক দেখায়। ভবিষ্যতে, ঝামেলা হলে, যেমন আগে রাস্তার মাঝে ট্রাক ব্রেকডাউন হলে বা নেশুড়ে ড্রাইভার লেন বদলাতে থাকলে-রঙ্গিন লাইন দেখিয়ে highlight করে wind shield এ ড্রাইভারকে দেখাবে। ড্রাইভারের রাস্তার দিকে তাকায় যখন দিক বদলায়, centre mounted navigation ব্যবস্থার দিকে না তাকিয়ে। রাতে গাড়ী চালালে ক্যামেরা ও AR সেন্সর রাস্তা, সিগন্যাল ও পথচারীদের বেশী দৃশ্যমান করে। Augmented reality একটি উদ্ভাবনী ও খুবই আকর্ষণীয় বিষয় তাই navigation এ ব্যবহার হয়। একই ব্যবস্থা এ্যারোপ্লেনের এবং সামরিক অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয়।কিন্তু জাহাজ (meritime) চালনায় নয়। জাহাজ চালনায় (Navigation) একজন অফিসার অনেক তথ্য পায়। এই তথ্য বিভিন্ন পর্দা এবং মনিটরে প্রদর্শন করা হয়। এইসব তথ্য পড়তে অফিসারের মনোযোগ বাইরের দিকে চলে যায় বা headdown টাইম বেড়ে যায়। যদি সব তথ্য Head-up diplay তে বা AR চশমায় দেখান হয়, অফিসার তার মনোযোগ বাইরের দৃশ্যে দিতে পারে, এবং সব তথ্য এক পর্দায় পায়। এর ফলে head down time কমে এবং নিরাপত্তা বাড়ে। এই গবেষণার লক্ষ্য উদ্দীপ্ত বাস্তবতা (AR) কিভাবে নিরাপত্তা বাড়ায় ও পরিস্থিতি সচেতনতা উন্নত করতে সাহায্য করে। Real-World Examples:- AR সফ্টওয়্যার উন্নতিতে অনেকদিন ধরে আকর্ষনীয়। Google glass এর মত product আসার জন্য নুতন করে আকর্ষন বাড়িয়েছে। AR একটা প্রযুক্তি কম্পুউটার দৃশ্য ভিত্তিক recognition algorithmএ কাজ করে। এটা শব্দ, video, graphics ও অন্য সেন্সর ভিত্তিক বাস্তব বস্তুতে input দিয়ে augment করা হয় যেমন আপনার ডিভাইসের ক্যামেরা use করে। AR দর্শনীয় তথ্য প্রতিস্থাপন করে আপনার দেখার জগতে এবং আপনাকে নুতন জগতে নেয়ে যায়, যেখানে বাস্তব ও ভার্চুয়াল জগৎ দৃঢ় ভাবে সংযু্ক্ত। এটা desktop বা মোবাইল ডিভাইসে সীমাবদ্ধ নয়। উদাহরন Google glass, wearable কম্পুউটার, optical head-mounted ডিসপ্লে। একটা সহজ AR ব্যবহার: একজন বাস্তব জগতের বস্তুর ছবি তুলে, একটা marker ভার্চুয়াল বস্তু বাস্তব জগতের ছবির উপর যোগ করে এবং ক্যামেরা স্ক্রিনে দেখায়। শিক্ষা, শিল্পে AR প্রয়োগ মেরুদণ্ডের মত হতে পারে। Apps বার হচ্ছে যার মধ্যে ইম্যাজ, ভিডিও, text থাকে ও real-world পাঠক্রম (curriculum)থাকে। প্রিন্টিং ও বিজ্ঞাপন শিল্পে apps বার করছে ম্যাগাজিনের উপরে digital content দেখাতে। Conducting complex surgeries Dental বা লিভার সার্জারী ও কোন রোগের root বার করতে ডাক্তাররা সব সময় challenging মনে করে। সার্জারীর ক্ষেত্রে সুক্ষ্মতা সবচেয়ে গুরুত্তপুর্ন। AR এক্ষেত্রে সার্জেনকে দক্ষ হতে সাহায্যে করে। ছোট invasive procedure বা liver এর সমস্যা খুঁজতে AR ব্যবহার হয়। AR healthcare apps জীবন রক্ষা করে ও রোগীকে একটানা চিকিৎসা করে। ভ্রমনকারীরা ঐতিহাসিক স্থানের real time তথ্য পায়, ক্যামেরা ম্যাপে ভিউ ফাইণ্ডার তাক করে। স্থানিক ভিত্তিক AR apps সবচেয়ে ভাল apps। User বর্তমান স্থানের ভিত্তিতে কাছাকাছি দর্শনীয় স্থানের ও পছন্দের স্থানের তথ্য পাবে। Unty 3D Engineএর সাহায্যে 3D games তৈরী করতে পারে। AR প্রয়োগ শিক্ষা ক্ষেত্রে মেরুদণ্ড। Apps তৈরী হচ্ছে যাতে পাঠ (text), ছবি, ভিডিও ও বিশ্ব পাঠক্রম যুক্ত থাকে। ভ্রমনকারীরা ঐতিহাসিক স্থানের real time তথ্য জানতে পারে বিযয়ের উপর ক্যামেরা দিয়ে দেখলে। Android এর augmented reality (AR) apps আছে। App দিয়ে আপনার চারপাশ স্ক্যান করতে পারেন-রেস্টুরেন্ট, গ্রোসারী জিনিষ, ম্যাগাজিন, পোস্টার, hotel, ব্যবসা প্রতিষ্ঠান ও আরও অনেক কিছুর তথ্য পেতে।এই app দিয়ে বাজার, দাম, ডিজিট্যাল পোস্টার ইত্যাদি দেখতে পারেন। AR ভিডিওও দেখায়। AR ডিসপ্লে আপনার দেখা দৃশ্যে তথ্য মিশ্রিত করে এবং আপনাকে নুতন বিশ্বে নিয়ে যায় যেখানে বাস্তব ও ভার্চুয়্যাল বিশ্ব যুক্ত থাকে। এটা শুধু ডেস্কটপ বা মোবাইল ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ নয়। Google glass, একটা wearable কম্পউটার optical head-mounted ডিসপ্লে এই AR এর উদাহরন। AR অধিকাংশ exciting প্রযুক্তির অন্যতম। আপনি যদি আধুনিক হলিউড সিনেমা দেখেন, তাহলে এখন থেকে 20-30 বছর পর মোটামুটি আমাদের দুনিয়া কেমন হবে দেখবেন। আইফোন প্ল্যাটফর্ম তাদের পথ তৈরি করছে। AR উত্তেজক real ও virtual image এর দৃশ্য। কিছু elementএ কম্পুউটারে তৈরী দৃশ্য যোগ করে প্রভাব বদলায়, ফলে real time image উদ্দিপ্ত হয়।(see figs) ভবিষ্যতে সিনেমা VR ও AR এ হবে। Times of India, 21.1.16 তারিকের পতকায় বেরিয়ছে যে- Virtual reality simulator ডাক্তারদের 3 মাসের মধ্যে ছানি (cataract)operation ট্রেনিং দেবে এবং ডাক্তারদের অভাব মেটাবে ও অনেক সংখ্যায় রোগীকে চিকিৎসা করবে। HelpMeSee সংস্থা 30000 লোককে VR simulator মাধ্যমে ট্রেনিং দেবে যাতে মানুষের চোখের নকল করে (replicate)ও live surgery র অনুভুতি দেবে।




VIRTUAL REALITY  AND AUGMENTED REALITY
               SANTI PADA CHAKRABORTY, FELLOW MEMBER OF ISTITUTION OF ENGINEERS (INDIA), EX-SUPERINTENDING ENGINEER (ELECTRICAL), 
     W.B.S.E.B. <spchakra1324@gmail.com>
  বর্তমানে texchnology র উদ্ভাবনের গতির জন্য Virtual Reality (ভার্চুয়াল বাস্তবতা) consumer বিশ্বের একটি রেনেসাঁ এনেছে। ভার্চুয়াল রিয়ালিটি (VR) এবং তার ঘনিষ্ট চাচাত ভাই  Augmented Reality (AR) (উদ্দীপ্ত রিয়ালিটি) স্মার্টফোনের এবং ইন্টারনেটের মত দৈনন্দিন জীবনে সাধারণ হয়ে উঠছে।
  What is Virtual Reality
     VR এর সজ্ঞা virtual ও reality দুটোর সজ্ঞা থেকে আসে। Virtual এর সজ্ঞা হচ্ছে কাছের। Reality সজ্ঞা হচ্ছে বাস্তবতা যা আমরা মানষ হিসাবে প্রত্যক্ষ করি।সুতরাং, Virtual Reality অর্থ ‘near reality’ (বাস্তবতার কাছাকাছি)। এটা বিশেষ ধরনের বাস্তবতার emulation।
  আমরা বিশ্বকে জানি আমাদের ইন্দ্রিয় (sense)ও উপলদ্ধি ব্যবস্থার মাধ্যমে। আমরা জানি আমাদের 5টা ইন্দ্রিয়: স্বাদ, গন্ধ, স্পর্শ, দৃষ্টিশক্তি ও শ্রবনশক্তি আছে। এগুলো সুস্পস্ট ইন্দ্রিয়। মানুষের আরও অনেক ইন্দ্রিয় (senses) আছে যেমন ভারসাম্যের অনুভুতি। এই অন্য বোধ শক্তি সম্বন্ধীয় input (sensory inputs) ও আমাদের ব্রেনের কিছু সজ্ঞাবহ (sensory) তথ্যের বিশেষ প্রসেসিং থেকে নিশ্চিতভবে জানা যায় যে পরিবেশ থেকে মনে তথ্য যায়।
  আমাদের বাস্তবতা (reality) সব ইন্দ্রিয় দিয়ে আসে। অন্যভাবে বললে, আমাদের পুরো বাস্তবতার অভিজ্ঞতা হচ্ছে ইন্দ্রিয়ের (sensory) তথ্য ও আমাদের মস্তিষ্কের ঐ তথ্যের জ্ঞান তৈরীর প্রক্রিয়ার যোগফল। তাহলে দাঁড়াচ্ছে যে, যদি আপনার বোধ শক্তিগুলোকে কৃত্রিম (made-up) তথ্য দেওয়া হয় তাহলে সেই অনুসারে আপনার ইন্দ্রিয় দ্বারা বাস্তবতার উপলদ্ধি বদলাবে। আপনাকে এক ধরনের বাস্তবতার ধারনা দেওয়া হবে যা প্রকৃতপক্ষে নেই, কিন্তু আপনার বোধ শক্তিতে এটাকে বাস্তব হিসাবে অনুভুত হবে। এটাই virtual reality।

  সংক্ষেপে বলা যায়, ভার্চুয়াল reality আমাদের sense গুলোকে কম্পিউটারে উৎপন্ন ভার্চুয়াল পরিবেশের ধারনা দেয়।     

 “Virtual reality কি” প্রযুক্তিগত শব্দে উত্তর অকপট। ভার্চুয়াল বাস্তবতা প্রযুক্তিগত শব্দে একটি কম্পিউটারে তৈরী 3D পরিবেশ যা কোন ব্যক্তির সঙ্গে প্রতিক্রিয়া করে। সেই ব্যক্তি ভার্চুয়্যাল বিশ্বের অংশ হয় বা ভার্চুয়্যাল পরিবেশে নিমগ্ন হয়। সেখানে থাকাকালীন নিপুনভাবে বস্তু নাড়াচাড়া করতে পারে ও অনেক কাজ করতে পারে।
 "virtual reality (বাস্তবতা)"র অর্থ প্রকৃতপক্ষে কংক্রিট  অস্তিত্ব না থাকা সত্ত্বেও কংক্রিট  অস্তিত্ব থাকা। ভার্চুয়াল পরিবেশ বাস্তব জগতের (real world) মত মিলে যাওয়ার  প্রয়োজন নেই।
   VR কে কখনও immersive multimedia বলে, যেটা কম্পুউটারে তৈরী একটা পরিবেশ, বাস্তব বা কাল্পনিক যা ঐ পরিবেশে userএর বাস্তব উপস্থিত থাকা simulate করতে পারে ও user তার সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে। VR ভার্চুয়াল স্বাদ, দৃশ্য, গন্ধ, শব্দ, স্পর্শের অনুভুতি দিতে পারে (recreate)।
 

   Virtual reality software দিয়ে তৈরী করা একটা কৃত্তিম পরিবেশ, user বিশ্বাস স্থগিত রাখে এবং এটাকে real environment হিসাবে গ্রহন করে। Computer এ virtual reality প্রাথমিক ভাবে 5 টা ইন্দ্রিয়ের মধ্যে 2টা দৃষ্টি ও শব্দ দিয়ে অনুভব করে।
 ভার্চুয়াল রিয়ালিটি সোসাইটি (VRS)  ভার্চুয়াল বাস্তবতা এবং প্রযুক্তির  একটি ওয়ান স্টপ তথ্য এবং সংবাদ  সম্পদ এখানে আপনি ভার্চুয়াল বাস্তবতা world এর বিশাল তথ্য, ভার্চুয়াল বাস্তবতা (Virtual Reality) র সমস্যা, প্রভাব ইত্যাদি অনেক ধরনের তথ্য  beginners দের জন্য পাবেন।
    ভার্চুয়াল রিয়ালিটি: এটা কি এবং  সম্পর্কে জানা  কেন গুরুত্বপুর্ন?
    Virtual reality মুলত প্রযুক্তি ব্যবহার করে একটা পরিবেশে উপস্থিতির বিভ্রম তৈরী করে, যেটা প্রকৃতপক্ষে নেই। এটা নানা ইন্দ্রিয় (sense) যেমন দৃষ্টি ও শ্রবনকে তথ্য পাঠিয়ে কাজ করে, যা আমাদের মস্তিষ্ককে বোকা বানায় ও ভার্চুয়্যাল কিছু দেখে। দৃষ্টি বিভ্রম (illusion) পরষ্পর ক্রিয়ায় সম্পন্ন হয়, অন্যভাবে বললে ভার্চুয়্যাল world যে কোন
ভাবে আপনাকে জানান দেয়।
   
                               Fig-(VR computer simulated পরিবেশ সত্যিকরের জীবন্ত অভিজ্ঞতা দেয়)
  অবশ্য, এরকম virtual দুনিয়া প্রযুক্তি দিয়ে তৈরী করা খুব জটিল পদ্ধতি এবং এটা করতে advance computer hardware ও software দরকার ও peripheral device নির্দিষ্ট virtual realityর কাজই করে।
  বিমান পরিবহন ও মেডিসিনে virtual reality প্রয়োগ করছে, পাইলট ও সার্জেনদের তাদের নিজ নিজ পেশায় বিশেষ বাস্তব সম্মত পদ্ধতিতে প্রশিক্ষন দেওয়া হয় জীবন, দেহ বা পরিকাঠামো বিপন্ন না করে।  
  AR প্রযুক্তি স্বাস্থ্যে একটা গুরুত্বপুর্ন ও ব্যবহারিক application-প্রশিক্ষন, শিক্ষা স্বাস্থ্য থেকে দৃষ্টিশক্তির উন্নতির কাজে লাগে।।                       
  How is virtual reality achieved?
   আজকাল virtual reality সাধারনত কম্পুউটার প্রযুক্তি ব্যবহার করে বাস্তবায়িত হয়। অনেক ব্যবস্থা আছে যেমন headset, একমুখি treadmeal ও special গ্লাভস, gear এই উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এগুলো আসলে use করা হয় আমাদের অনুভুতিগুলোকে (senses) উদ্দিপিত করে বাস্তবতার বিভ্রম তৈরী করতে।
  VR vitual পরিবেশ তৈরী করে যা আমাদের অনুভুতিতে এমন ভাবে উপস্থাপিত করা হয় যে আমরা দেখি যেন আমরা ওখানে আছি। লক্ষ অর্জনে অনেক প্রযুক্তি ব্যবহার করা হয়, এটা জটিল, আমাদের অনুভুতি ও জ্ঞান বিষয় বিবেচনা করতে হয়।  আনন্দ উপভোগ ও গম্ভির ক্ষেত্রে ব্যবহার হয়। প্রযুক্তি সস্তা হচ্ছে ও প্রচলন বেশী হচ্ছে। এই প্রযুক্তির অনেক innovative ব্যবহার হবে।
 
                 
   Medicine  সার্জারী খুবই লাভবান। অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়। সার্জারী simulation প্রসারের জন্য Medicine সবচেয়ে বেশী লাভবান।এটা ট্রেনিং aid হিসাবে use হয় এবং সার্জেন ভার্চুয়্যাল পেসেন্টের অপারেশন করে দেখায় বা মানুষের শরীরের ভীতরটা দেখান হয়। রোগ নির্নয়ের জন্য ব্যবহার হয়, রোগীর শরীরের ভীতরের বিস্তারিত দৃশ্য দেখায়,
X-RAY বা স্ক্যান থেকেও বেশী বিস্তারিত দৃশ্য দেখায়।
 VR Aviationএ ব্যবহার হয়: 3D এয়ারক্রাফ্ট ডিজাইন করা যায়, prototype test করা যায়। simulationএ ডিজাইন বদলান যায়।
  সার্জারী ও ফ্লাইট simulation ছাড়াও  অন্য use হচ্ছে গেম, weather forecasting, Space program ও পুরাতন সভ্যতা পুননির্মান।
 কিছু architect বিল্ডিং plan এর vitual model তৈরী করে, যাতে লোক ভিতরে হাঁটতে পারে, ভিত করার আগেই। খদ্দের বিল্ডিংএর ভিতরেও বাইরেটা দেখতে পারে, প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। vitual model এ নিখুঁত ধারনা দেয় flat সম্পর্কে।Aviationও ব্যবহার হয়। একটা 3D aircraft ডিজাইন করা যাবে, ডিজাইনার prototype ভাঙ্গচুর না করে পরিবর্তন করতে পারে। এতে সময় ও খরচ কম লাগে।
 Militery তে VR এর প্রযুক্তিতে Training অনেক নিরাপদ, অন্য ব্যবস্থা থেকে কম খরচ। সৈন্য যারা VR ট্রেনিং নেয় অনেক দক্ষ হয়।  
  এও VR ব্যবহার হয়।   
  Summary: VR vitual পরিবেশ আমাদের অনুভুতিতে এমন ভাবে উপস্থাপিত করা হয় যে আমরা দেখি যেন আমরা ওখানে আছি। লক্ষ অর্জনে অনেক প্রযুক্তি ব্যবহার করা হয়, এটা জটিল, অনুভুতি ও জ্ঞান বিষয় বিবেচনা করতে হয়।  আনন্দ উপভোগ ও serious ক্ষেত্রেও ব্যবহার হয়। প্রযুক্তি সস্তা হচ্ছে ও প্রচলন বেশী হচ্ছে। এই প্রযুক্তির অনেক innovative ব্যবহার হবে।
    VR প্রযুক্তি psychological therapy তে ব্যবহার হয়। Virtual পরিবেশ তৈরী করে ও পেসেন্টকে exposure দেওয়া হয় চিকিৎসার জন্য। অনেক বছর ধরে ভার্চুয়্যাল পরিবেশ exposer therapy দিয়ে enxiety problem চিকিৎসা করে।
  VR পরিবেশ Training simulator হিসাবে ব্যবহার হয়। আগে flight simulator যেমন “Microsoft Flight Simulator" শোনা যেতো, কিন্তু অনেক আধুনিক মিলিটারীতে Iraqui cultural অবস্থা ও সৈনিকদের জন্য যুদ্ধক্ষেত্র simulator হিসাবে use করে। এছাড়া সন্ত্রাস, Telesurgery, paratrooping, ওয়েল্ডিং ও মাইনিং প্রশিক্ষণে ব্যবহার হয়।
    Augmented  reality (AR):-
   Augmented  reality ( AR) হচ্ছে virtual তথ্য real world এর প্রকৃত বস্তুতে মিশ্রন বা   virtual ও লাইভ ইমেজের মিশ্রন। লাইভ ইমেজ real দৃশ্য হতে পারে, ক্যামেরা ইমেজ হতে পারে। যেমন কারে সামনের উইণ্ডোতে দিক দেখানো, সেখানে real world ও navigational সিস্টেমে  বাড়তি তথ্য দেখা যায়।
  AR হচ্ছে live বা পরোক্ষ দৃশ্য বাস্তব বা real-world পরিবেশ যা উদ্দীপ্ত করা হয় কম্পুউটার তৈরী sensory input শব্দ, ভিডিও, graphics, GPS ডাটা দিয়ে।
 
      Optical combination:- একটা হেলমেট সঙ্গে সামনের কোনে বসান একটা transparent কাঁচ থাকে যা দৃশ্য মেলাবে। কাঁচের উপরে একটা কাঁচের দিকে মুখ করা মনিটর থাকে। মনিটারেরর আলো জ্বালালে আলো প্রতিফলিত হয়ে চোখে পড়বে। কোন ক্যামেরা নেই, এই ডিভাইসে অপ্টিক্যাল প্রযুক্তি ব্যবহার হয়। Real world কে কাঁচের মাধ্যমে দেখবে। মনিটারে তৈরী দৃশ্য ও Real world মিশ্রত দৃশ্য দেখবে।

    
   Video combination- অন্য AR টাইপ হচ্ছে ভিডিও মিশ্রন। প্রায় একই রকম, কেবল user মনিটারে তাকাবে, যেমন ছবিতে দেখান হয়েছে।
glass
  Robust heads-up  গ্লাস ডিসপ্লে ধীরে ধীরে auto industry তে আসছে।
কল্পনা করুন আপনার কারের পুরো windshield Google glass এর মত কাজ করছে। ধুলো ও বিরক্তিকর বাস্তব জগতের traffic দেখার বদলে আপনি car ও ডাটার সঙ্গে মিশ্রিত হাইলাইট করা রাস্তার বর্নাঢ্য প্রধান বৈশিষ্ট গুলো দেখছেন, টিকা সহ, বেশী নিরাপত্তা, সুবিধা ও আনন্দের জন্য।
  এটা কি অস্বাভাবিক মনে হচ্ছে। ছবি ও ডাটা আপনার windshield এ 3D তে project করা হয়। এগুলো চালু করতে সময় লাগবে, তবে অদুরে আসবে।
    AR ব্যবস্থা user এর জন্য একটা সংযুক্ত দৃশ্য তৈরী করে যা হবে একটা সত্যিকারের দৃশ্য, যা দেখা যায় ও একটা virtual দৃশ্য যা user এর sense কে উদ্দিপিত করে। এটা কম্পুউটার তৈরী virtual দৃশ্য বাড়তি তথ্য দিয়ে উদ্দিপ্ত করে।  AR এর লক্ষ হচ্ছে একটা ব্যবস্থা তৈরী করা যাতে user বাস্তব জগৎ এবং তার virtual উদ্দিপক মিশিত করে। বর্তমান AR বিনোদন, মিলিটারী  প্রশিক্ষন, ইঞ্জিনিয়ারিং ডিজাইন, রোবোটিক, উৎপাদন ও অন্য শিল্পে ব্যবহৃত হয়।
  এয়ারক্র্যাফ্টের HUD (Head Up Display) air speed, উচ্চতা, horizon line, heading turn/bank, slip/skid indicator ইত্যাদি তথ্য দেখায়। শেষের 2টা horizontal movements ও rolling movement দেখায়। মিলিটারী এয়ারক্র্যাফ্ট লক্ষের (terget এর) তথ্য, closing speed, লক্ষের range, সম্ভাব্য অবতরন ক্ষেত্র, weapon seeker ও অস্ত্রের অবস্থা জানতে পারে।
  কারে ব্যবহৃত HUD অনেক সহজ, এটা গতি ও দিক দেখায়।
    Augmented Reality - What is it?
  যদিও virtual reality আলোচনা করা হয়েছে, এর ঘনিষ্ট চাচাতো ভাই augmented reality রও আলোচনা করা দরকার।
  Virtual reality আপনার sense গুলোকে digital জগতে নিয়ে যায়, AR বর্তমান সত্য জগতে ডিজিট্যাল ছবি ও শব্দ নিক্ষেপ করে। AR virtual reality র মধ্যে পড়ে। AR কম্পুউটার ব্যবস্থা আমাদের reality র বা real world এর ধারনা বদলে দেয়।
 কোন বিমানে ও কারে Heads up Display “গন্তব্যস্থলের দুরত্ব”, GPS position ও speed দেখায়। এটা এক ধরনের AR।
 ডিজিট্যাল বস্তু যেমন 3D model বা video আমাদের বাস্তব দৃশ্যে প্রজেক্ট করা হয়, এগুলো যেন সত্যিই সেখানে আছে মনে হয়।

  How does Augmented Reality work?

  AR অনেক সেন্সর ব্যবহার করা হয় (ক্যামেরা সহ) কম্পুউটার ডিসপ্লে ডিভাইস বাস্তব জগতে VR এর বিভ্রম তৈরী করে।

  ধরুন একটা 2D image সিনেমা পোস্টার। ক্যামেরা image প্রসেস করে,  ছবি সাউণ্ড দিয়ে উদ্দিপিত করে (augment), তখন দেখা যায় মুভি পোস্টার জীবন্ত হয়ে উঠছে এবং film এর একটা trailor দেখাচ্ছে। আপনি ডিসপ্লে window দিয়ে যতক্ষন পোস্টারের দিকে তাকাবেন আপনি AR দেখবেন, plain vanila reality পরিবর্তে।

   Augmented world স্মার্টফোন বা ট্যাবলেটকে “magic window” এর মত ব্যবহার করা হয় আমাদের ডিজিট্যাল তথ্য পাঠায়।
  ডিজিট্যাল চিত্র বাস্তব বস্তুর উপর নিক্ষেপ করা যায়। এটাকে projection mapping বলে এবং চমকপ্রদ প্রভাবের জন্য use করা যায়।  

    Applications of Augmented Realiy  

   AR Health care এ সফল ভাবে মেডিক্যাল ট্রেনিং ও ফার্মেসী পরিচালনা করে। এটা হেল্থকেয়ার সংস্থাকে নিখুঁত করবে। বর্তমানে, ডাক্তারের সার্জারী নিখুঁত করতে রিসার্চাররা AR প্রযুক্তি ব্যবহার করছে। ছাত্রদের জটিল বিষয়ে AR এ ট্রেনিং দেয়া হচ্ছে।
  অনেক শিল্পে AR এর ব্যাপক প্রয়োগ হয়। AR শিক্ষা ও গেমংএ বানিজ্যিক উন্নতি করেছে।  
  সবচেয়ে বড় মূলধারার ভিডিও গেম কনসোল, এক্সবক্স এবং প্লেস্টেশনএ  AR ক্ষমতা  অন্তর্ভুক্ত করেছে।এই গেমগুলো Kinect এর আকারে (xbox এর জন্য) ও প্লেস্টেশনে Eye বা ক্যামেরা (3 এবং 4 এর জন্য যথাক্রমে) ব্যবহার হয়।
  Educationএ AR দেখা যায়। মেডিসিনে ছাত্ররা live 3D মোডেল দেখে লাভবান হয়। এখনকার শিক্ষার উপকরন(বইয়ের পাতা) AR এর টারগেটের মত। যখন স্মর্টফোনের লেন্সের মাধ্যমে বইয়ে আপনি তাকাবেন দেখবেন ইঞ্জিনের ছবি, ইজ্ঞিনিয়ারিং বইয়ে এনিমেশন ছবি করছে বা চালু হার্টের 3D মডেল দেখাচ্ছে, যেটা আপনি হাতে ঘোরাতে পারছেন।
 মেডিক্যাল চিকিৎসায় AR রোগীর দেহে সরাসরি তথ্য নিক্ষেপ করে। যেমন veinviewer ব্যবস্থা real-time infrared vein scan ইমেজ সরাসরি রোগীর চামড়ায় নিক্ষেপ করে, চামড়াকে trasparent এর ধারনা দিতে। এতে চিকিৎসক সরাসরি ভেন দেখতে পাবেন।
  মিলিটারী ব্যবহারে Heads Up Display(HUDs)পরিধান করা সৈন্য দেখবে বাস্তব জগতের বস্তুতে তথ্য ট্যাগ করা আছে। এতে Radar তথ্য, orders বা অন্য সংশ্লিস্ট সেন্সর ডাটা নেটওয়ার্কে থাকা ডিভাইস থেকে পাওয়া যাবে। শত্রু বন্ধুর position জানা আবশ্যক। মিলিটারীতে AR এর ভবিষ্যত উজ্জ্বল।
  Mobile phone বিশেষ করে iPhone AR apps ব্যবহার করে যাতে computer এ তৈরী image বাস্তব জগতের image এর উপরে বসায়। উদাহরন, একটা app রেস্টুরেন্ট খোঁজতে সাহায্য করে: এটা রেস্টুরেন্টের sign/logo ডিসপ্লে করে যখন আপনি ঐ দিকে যান। Apple store এ Golfscape AR Range finder app golfer দের খেলতে সাহয্য করে। AR মার্কেটিং ও বিজ্ঞাপনে use করা হয় যেমন কোন product এর কোন বিশেষ দিকে জোর দেওয়া হয়, আকর্ষনীয় করতে ও বিক্রি বাড়াতে।
   AR আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হবে। Wearable computer বেশী চালু হলে লোক যে বস্তু নেই—তার সঙ্গে interact করবে। আপনার স্মার্টফোনের AR apps store ঘেটে AR apps search করলে অনেক পাবেন, কিছু free আছে।
 AR আপনার দেখা দৃশ্যে তথ্য মিশ্রিত করে যেখানে বাস্তব ও ভার্চুয়্যাল বিশ্ব যুক্ত।
  এটা  শুধু ডেস্কটপ বা  মোবাইল ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। Google glass, wearable কম্পুউটার ও optical head-mounted ডিসপ্লে উদাহরন। 
  AR হচ্ছে virtual তথ্য real world এর প্রকৃত বস্তুতে মিশ্রন, যেমন কারে ক্যামেরাসহ dashboard।
  কার ড্রাইভে app monitor করে এবং অন্য কার থেকে দুরত্ব লক্ষ রাখে, Android device কে collision warning device এ পরিনত করে। গাড়ী চালাবার সময় app রংঙীন warning signal দেখায়। Green দেখায় যখন অন্য কার থেকে নিরাপদ দুরত্বে থাকে। কাছাকাছি চলে এলে app yellow সাইন দেখাবে।
  বিপদ সীমার মধ্যে থাকলে, app red সাইন দেখাবে এবং কার আস্তে চালাতে বলবে। কারের speed দেখাবে, ও speed limit পোঁছে গেলে জানাতে আপনি app সেট করতে পারেন।
  

 Head-up display কিছু কিছু দামি গাড়িতে থাকে, windscreen এর একটা অংশে স্পিড ও রাস্তার বাঁকে বাঁকে দিক দেখায়।
 ভবিষ্যতে, ঝামেলা হলে, যেমন আগে রাস্তার মাঝে ট্রাক ব্রেকডাউন হলে বা নেশুড়ে ড্রাইভার লেন বদলাতে থাকলে-রঙ্গিন লাইন দেখিয়ে highlight করে wind shield এ ড্রাইভারকে দেখাবে। ড্রাইভারের রাস্তার দিকে তাকায় যখন দিক বদলায়, centre mounted navigation ব্যবস্থার দিকে না তাকিয়ে।
 রাতে গাড়ী চালালে ক্যামেরা ও AR সেন্সর রাস্তা, সিগন্যাল ও পথচারীদের বেশী দৃশ্যমান করে।



  Augmented reality একটি উদ্ভাবনী ও খুবই আকর্ষণীয় বিষয় তাই navigation এ ব্যবহার হয়। একই ব্যবস্থা এ্যারোপ্লেনের এবং সামরিক অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয়।কিন্তু জাহাজ (meritime) চালনায় নয়। জাহাজ চালনায় (Navigation) একজন অফিসার অনেক তথ্য পায়। এই তথ্য বিভিন্ন পর্দা এবং মনিটরে প্রদর্শন করা হয়। এইসব তথ্য পড়তে অফিসারের মনোযোগ বাইরের দিকে চলে যায় বা headdown টাইম বেড়ে যায়। যদি সব তথ্য Head-up diplay তে বা AR চশমায় দেখান হয়, অফিসার তার মনোযোগ বাইরের দৃশ্যে দিতে পারে, এবং সব তথ্য এক পর্দায় পায়। এর ফলে head down time কমে এবং নিরাপত্তা বাড়ে। এই গবেষণার লক্ষ্য উদ্দীপ্ত বাস্তবতা (AR) কিভাবে নিরাপত্তা বাড়ায় ও পরিস্থিতি সচেতনতা উন্নত করতে সাহায্য করে।  
   Real-World Examples:-
  AR সফ্টওয়্যার উন্নতিতে অনেকদিন ধরে আকর্ষনীয়। Google glass এর মত product আসার জন্য নুতন করে আকর্ষন বাড়িয়েছে। AR একটা প্রযুক্তি কম্পুউটার দৃশ্য ভিত্তিক recognition algorithmএ কাজ করে।  এটা শব্দ, video, graphics ও অন্য সেন্সর ভিত্তিক বাস্তব বস্তুতে input দিয়ে augment করা হয় যেমন আপনার ডিভাইসের ক্যামেরা use করে।   
 AR দর্শনীয় তথ্য প্রতিস্থাপন করে আপনার দেখার জগতে এবং আপনাকে নুতন জগতে নেয়ে যায়, যেখানে বাস্তব ও ভার্চুয়াল জগৎ দৃঢ় ভাবে সংযু্ক্ত। এটা desktop বা মোবাইল ডিভাইসে সীমাবদ্ধ নয়। উদাহরন Google glass, wearable কম্পুউটার, optical head-mounted ডিসপ্লে।
  একটা সহজ AR ব্যবহার: একজন বাস্তব জগতের বস্তুর ছবি তুলে, একটা marker   ভার্চুয়াল বস্তু বাস্তব জগতের ছবির উপর যোগ করে এবং ক্যামেরা স্ক্রিনে দেখায়।
  শিক্ষা, শিল্পে AR প্রয়োগ মেরুদণ্ডের মত হতে পারে। Apps বার হচ্ছে যার মধ্যে ইম্যাজ, ভিডিও, text থাকে ও real-world পাঠক্রম (curriculum)থাকে।
  প্রিন্টিং ও বিজ্ঞাপন শিল্পে apps বার করছে ম্যাগাজিনের উপরে digital content দেখাতে।
   Conducting complex surgeries
    Dental বা লিভার সার্জারী ও কোন রোগের root বার করতে ডাক্তাররা সব সময় challenging মনে করে। সার্জারীর ক্ষেত্রে সুক্ষ্মতা সবচেয়ে গুরুত্তপুর্ন। AR এক্ষেত্রে সার্জেনকে দক্ষ হতে সাহায্যে করে। ছোট invasive procedure বা liver এর সমস্যা খুঁজতে AR ব্যবহার হয়। AR healthcare apps জীবন রক্ষা করে ও রোগীকে একটানা চিকিৎসা করে।
  ভ্রমনকারীরা ঐতিহাসিক স্থানের real time তথ্য পায়, ক্যামেরা ম্যাপে ভিউ ফাইণ্ডার তাক করে।
  স্থানিক ভিত্তিক AR apps সবচেয়ে ভাল apps। User বর্তমান স্থানের ভিত্তিতে কাছাকাছি দর্শনীয় স্থানের ও পছন্দের স্থানের তথ্য পাবে।
  Unty 3D Engineএর সাহায্যে 3D games তৈরী করতে পারে।   
  AR প্রয়োগ শিক্ষা ক্ষেত্রে মেরুদণ্ড। Apps তৈরী হচ্ছে যাতে পাঠ (text), ছবি, ভিডিও ও বিশ্ব পাঠক্রম যুক্ত থাকে।
  ভ্রমনকারীরা ঐতিহাসিক স্থানের real time তথ্য জানতে পারে বিযয়ের উপর ক্যামেরা দিয়ে দেখলে।
  Android এর augmented reality (AR) apps আছে।   
  App দিয়ে আপনার চারপাশ স্ক্যান করতে পারেন-রেস্টুরেন্ট, গ্রোসারী জিনিষ, ম্যাগাজিন, পোস্টার, hotel, ব্যবসা প্রতিষ্ঠান ও আরও অনেক কিছুর তথ্য পেতে।এই app দিয়ে বাজার, দাম, ডিজিট্যাল পোস্টার ইত্যাদি দেখতে পারেন। AR ভিডিওও দেখায়।
  AR ডিসপ্লে আপনার দেখা দৃশ্যে তথ্য মিশ্রিত করে এবং আপনাকে নুতন বিশ্বে নিয়ে যায় যেখানে বাস্তব ও ভার্চুয়্যাল বিশ্ব যুক্ত থাকে। এটা  শুধু  ডেস্কটপ বা মোবাইল ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ নয়। Google glass, একটা wearable কম্পউটার  optical head-mounted ডিসপ্লে এই AR এর উদাহরন।
       AR অধিকাংশ exciting প্রযুক্তির অন্যতম। আপনি যদি আধুনিক হলিউড সিনেমা  দেখেন, তাহলে এখন থেকে 20-30 বছর পর মোটামুটি আমাদের দুনিয়া কেমন হবে দেখবেন। আইফোন প্ল্যাটফর্ম তাদের পথ তৈরি করছে।    

 
  AR উত্তেজক real ও virtual image এর দৃশ্য। কিছু elementএ কম্পুউটারে তৈরী দৃশ্য যোগ করে প্রভাব বদলায়, ফলে real time image উদ্দিপ্ত হয়।(see figs)
ভবিষ্যতে সিনেমা VR ও AR এ হবে।
   Times of India, 21.1.16 তারিকের পতকায় বেরিয়ছে যে- Virtual reality simulator ডাক্তারদের 3 মাসের মধ্যে ছানি (cataract)operation ট্রেনিং দেবে এবং ডাক্তারদের অভাব মেটাবে ও অনেক সংখ্যায় রোগীকে চিকিৎসা করবে। HelpMeSee সংস্থা 30000 লোককে VR simulator মাধ্যমে ট্রেনিং দেবে যাতে মানুষের চোখের নকল করে (replicate)ও live surgery র অনুভুতি দেবে।
 





No comments:

Post a Comment