PagesAndroid Kitkat,Lollipop and Marshmallow Mobile

Tuesday, 27 September 2016

VIRTUAL REALITY AND AUGMENTED REALITY SANTI PADA CHAKRABORTY, FELLOW MEMBER OF ISTITUTION OF ENGINEERS (INDIA), EX-SUPERINTENDING ENGINEER (ELECTRICAL), W.B.S.E.B. বর্তমানে texchnology র উদ্ভাবনের গতির জন্য Virtual Reality (ভার্চুয়াল বাস্তবতা) consumer বিশ্বের একটি রেনেসাঁ এনেছে। ভার্চুয়াল রিয়ালিটি (VR) এবং তার ঘনিষ্ট চাচাত ভাই Augmented Reality (AR) (উদ্দীপ্ত রিয়ালিটি) স্মার্টফোনের এবং ইন্টারনেটের মত দৈনন্দিন জীবনে সাধারণ হয়ে উঠছে। What is Virtual Reality VR এর সজ্ঞা virtual ও reality দুটোর সজ্ঞা থেকে আসে। Virtual এর সজ্ঞা হচ্ছে কাছের। Reality সজ্ঞা হচ্ছে বাস্তবতা যা আমরা মানষ হিসাবে প্রত্যক্ষ করি।সুতরাং, Virtual Reality অর্থ ‘near reality’ (বাস্তবতার কাছাকাছি)। এটা বিশেষ ধরনের বাস্তবতার emulation। আমরা বিশ্বকে জানি আমাদের ইন্দ্রিয় (sense)ও উপলদ্ধি ব্যবস্থার মাধ্যমে। আমরা জানি আমাদের 5টা ইন্দ্রিয়: স্বাদ, গন্ধ, স্পর্শ, দৃষ্টিশক্তি ও শ্রবনশক্তি আছে। এগুলো সুস্পস্ট ইন্দ্রিয়। মানুষের আরও অনেক ইন্দ্রিয় (senses) আছে যেমন ভারসাম্যের অনুভুতি। এই অন্য বোধ শক্তি সম্বন্ধীয় input (sensory inputs) ও আমাদের ব্রেনের কিছু সজ্ঞাবহ (sensory) তথ্যের বিশেষ প্রসেসিং থেকে নিশ্চিতভবে জানা যায় যে পরিবেশ থেকে মনে তথ্য যায়। আমাদের বাস্তবতা (reality) সব ইন্দ্রিয় দিয়ে আসে। অন্যভাবে বললে, আমাদের পুরো বাস্তবতার অভিজ্ঞতা হচ্ছে ইন্দ্রিয়ের (sensory) তথ্য ও আমাদের মস্তিষ্কের ঐ তথ্যের জ্ঞান তৈরীর প্রক্রিয়ার যোগফল। তাহলে দাঁড়াচ্ছে যে, যদি আপনার বোধ শক্তিগুলোকে কৃত্রিম (made-up) তথ্য দেওয়া হয় তাহলে সেই অনুসারে আপনার ইন্দ্রিয় দ্বারা বাস্তবতার উপলদ্ধি বদলাবে। আপনাকে এক ধরনের বাস্তবতার ধারনা দেওয়া হবে যা প্রকৃতপক্ষে নেই, কিন্তু আপনার বোধ শক্তিতে এটাকে বাস্তব হিসাবে অনুভুত হবে। এটাই virtual reality। সংক্ষেপে বলা যায়, ভার্চুয়াল reality আমাদের sense গুলোকে কম্পিউটারে উৎপন্ন ভার্চুয়াল পরিবেশের ধারনা দেয়। “Virtual reality কি” প্রযুক্তিগত শব্দে উত্তর অকপট। ভার্চুয়াল বাস্তবতা প্রযুক্তিগত শব্দে একটি কম্পিউটারে তৈরী 3D পরিবেশ যা কোন ব্যক্তির সঙ্গে প্রতিক্রিয়া করে। সেই ব্যক্তি ভার্চুয়্যাল বিশ্বের অংশ হয় বা ভার্চুয়্যাল পরিবেশে নিমগ্ন হয়। সেখানে থাকাকালীন নিপুনভাবে বস্তু নাড়াচাড়া করতে পারে ও অনেক কাজ করতে পারে। "virtual reality (বাস্তবতা)"র অর্থ প্রকৃতপক্ষে কংক্রিট অস্তিত্ব না থাকা সত্ত্বেও কংক্রিট অস্তিত্ব থাকা। ভার্চুয়াল পরিবেশ বাস্তব জগতের (real world) মত মিলে যাওয়ার প্রয়োজন নেই। VR কে কখনও immersive multimedia বলে, যেটা কম্পুউটারে তৈরী একটা পরিবেশ, বাস্তব বা কাল্পনিক যা ঐ পরিবেশে userএর বাস্তব উপস্থিত থাকা simulate করতে পারে ও user তার সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে। VR ভার্চুয়াল স্বাদ, দৃশ্য, গন্ধ, শব্দ, স্পর্শের অনুভুতি দিতে পারে (recreate)। Virtual reality software দিয়ে তৈরী করা একটা কৃত্তিম পরিবেশ, user বিশ্বাস স্থগিত রাখে এবং এটাকে real environment হিসাবে গ্রহন করে। Computer এ virtual reality প্রাথমিক ভাবে 5 টা ইন্দ্রিয়ের মধ্যে 2টা দৃষ্টি ও শব্দ দিয়ে অনুভব করে। ভার্চুয়াল রিয়ালিটি সোসাইটি (VRS) ভার্চুয়াল বাস্তবতা এবং প্রযুক্তির একটি ওয়ান স্টপ তথ্য এবং সংবাদ সম্পদ। এখানে আপনি ভার্চুয়াল বাস্তবতা world এর বিশাল তথ্য, ভার্চুয়াল বাস্তবতা (Virtual Reality) র সমস্যা, প্রভাব ইত্যাদি অনেক ধরনের তথ্য beginners দের জন্য পাবেন। ভার্চুয়াল রিয়ালিটি: এটা কি এবং সম্পর্কে জানা কেন গুরুত্বপুর্ন? Virtual reality মুলত প্রযুক্তি ব্যবহার করে একটা পরিবেশে উপস্থিতির বিভ্রম তৈরী করে, যেটা প্রকৃতপক্ষে নেই। এটা নানা ইন্দ্রিয় (sense) যেমন দৃষ্টি ও শ্রবনকে তথ্য পাঠিয়ে কাজ করে, যা আমাদের মস্তিষ্ককে বোকা বানায় ও ভার্চুয়্যাল কিছু দেখে। দৃষ্টি বিভ্রম (illusion) পরষ্পর ক্রিয়ায় সম্পন্ন হয়, অন্যভাবে বললে ভার্চুয়্যাল world যে কোন ভাবে আপনাকে জানান দেয়। Fig-(VR computer simulated পরিবেশ সত্যিকরের জীবন্ত অভিজ্ঞতা দেয়) অবশ্য, এরকম virtual দুনিয়া প্রযুক্তি দিয়ে তৈরী করা খুব জটিল পদ্ধতি এবং এটা করতে advance computer hardware ও software দরকার ও peripheral device নির্দিষ্ট virtual realityর কাজই করে। বিমান পরিবহন ও মেডিসিনে virtual reality প্রয়োগ করছে, পাইলট ও সার্জেনদের তাদের নিজ নিজ পেশায় বিশেষ বাস্তব সম্মত পদ্ধতিতে প্রশিক্ষন দেওয়া হয় জীবন, দেহ বা পরিকাঠামো বিপন্ন না করে। AR প্রযুক্তি স্বাস্থ্যে একটা গুরুত্বপুর্ন ও ব্যবহারিক application-প্রশিক্ষন, শিক্ষা স্বাস্থ্য থেকে দৃষ্টিশক্তির উন্নতির কাজে লাগে।। How is virtual reality achieved? আজকাল virtual reality সাধারনত কম্পুউটার প্রযুক্তি ব্যবহার করে বাস্তবায়িত হয়। অনেক ব্যবস্থা আছে যেমন headset, একমুখি treadmeal ও special গ্লাভস, gear এই উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এগুলো আসলে use করা হয় আমাদের অনুভুতিগুলোকে (senses) উদ্দিপিত করে বাস্তবতার বিভ্রম তৈরী করতে। VR vitual পরিবেশ তৈরী করে যা আমাদের অনুভুতিতে এমন ভাবে উপস্থাপিত করা হয় যে আমরা দেখি যেন আমরা ওখানে আছি। লক্ষ অর্জনে অনেক প্রযুক্তি ব্যবহার করা হয়, এটা জটিল, আমাদের অনুভুতি ও জ্ঞান বিষয় বিবেচনা করতে হয়। আনন্দ উপভোগ ও গম্ভির ক্ষেত্রে ব্যবহার হয়। প্রযুক্তি সস্তা হচ্ছে ও প্রচলন বেশী হচ্ছে। এই প্রযুক্তির অনেক innovative ব্যবহার হবে। ( Part-I Published in Online Computer Jagat Patrika in May 16.) Part-II Variety of applications of vitual reality: Medicine এ সার্জারী খুবই লাভবান। অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়। সার্জারী simulation প্রসারের জন্য Medicine সবচেয়ে বেশী লাভবান।এটা ট্রেনিং aid হিসাবে use হয় এবং সার্জেন ভার্চুয়্যাল পেসেন্টের অপারেশন করে দেখায় বা মানুষের শরীরের ভীতরটা দেখান হয়। রোগ নির্নয়ের জন্য ব্যবহার হয়, রোগীর শরীরের ভীতরের বিস্তারিত দৃশ্য দেখায়, X-RAY বা স্ক্যান থেকেও বেশী বিস্তারিত দৃশ্য দেখায়। VR Aviationএ ব্যবহার হয়: 3D এয়ারক্রাফ্ট ডিজাইন করা যায়, prototype test করা যায়। simulationএ ডিজাইন বদলান যায়। সার্জারী ও ফ্লাইট simulation ছাড়াও অন্য use হচ্ছে গেম, weather forecasting, Space program ও পুরাতন সভ্যতা পুননির্মান। কিছু architect বিল্ডিং plan এর vitual model তৈরী করে, যাতে লোক ভিতরে হাঁটতে পারে, ভিত করার আগেই। খদ্দের বিল্ডিংএর ভিতরেও বাইরেটা দেখতে পারে, প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। vitual model এ নিখুঁত ধারনা দেয় flat সম্পর্কে।Aviationও ব্যবহার হয়। একটা 3D aircraft ডিজাইন করা যাবে, ডিজাইনার prototype ভাঙ্গচুর না করে পরিবর্তন করতে পারে। এতে সময় ও খরচ কম লাগে। Militery তে VR এর প্রযুক্তিতে Training অনেক নিরাপদ, অন্য ব্যবস্থা থেকে কম খরচ। সৈন্য যারা VR ট্রেনিং নেয় অনেক দক্ষ হয়। এও VR ব্যবহার হয়। Summary: VR vitual পরিবেশ আমাদের অনুভুতিতে এমন ভাবে উপস্থাপিত করা হয় যে আমরা দেখি যেন আমরা ওখানে আছি। লক্ষ অর্জনে অনেক প্রযুক্তি ব্যবহার করা হয়, এটা জটিল, অনুভুতি ও জ্ঞান বিষয় বিবেচনা করতে হয়। আনন্দ উপভোগ ও serious ক্ষেত্রেও ব্যবহার হয়। প্রযুক্তি সস্তা হচ্ছে ও প্রচলন বেশী হচ্ছে। এই প্রযুক্তির অনেক innovative ব্যবহার হবে। VR প্রযুক্তি psychological therapy তে ব্যবহার হয়। Virtual পরিবেশ তৈরী করে ও পেসেন্টকে exposure দেওয়া হয় চিকিৎসার জন্য। অনেক বছর ধরে ভার্চুয়্যাল পরিবেশ exposer therapy দিয়ে enxiety problem চিকিৎসা করে। VR পরিবেশ Training simulator হিসাবে ব্যবহার হয়। আগে flight simulator যেমন “Microsoft Flight Simulator" শোনা যেতো, কিন্তু অনেক আধুনিক মিলিটারীতে Iraqui cultural অবস্থা ও সৈনিকদের জন্য যুদ্ধক্ষেত্র simulator হিসাবে use করে। এছাড়া সন্ত্রাস, Telesurgery, paratrooping, ওয়েল্ডিং ও মাইনিং প্রশিক্ষণে ব্যবহার হয়। Augmented reality (AR):- Augmented reality ( AR) হচ্ছে virtual তথ্য real world এর প্রকৃত বস্তুতে মিশ্রন বা virtual ও লাইভ ইমেজের মিশ্রন। লাইভ ইমেজ real দৃশ্য হতে পারে, ক্যামেরা ইমেজ হতে পারে। যেমন কারে সামনের উইণ্ডোতে দিক দেখানো, সেখানে real world ও navigational সিস্টেমে বাড়তি তথ্য দেখা যায়। AR হচ্ছে live বা পরোক্ষ দৃশ্য বাস্তব বা real-world পরিবেশ যা উদ্দীপ্ত করা হয় কম্পুউটার তৈরী sensory input শব্দ, ভিডিও, graphics, GPS ডাটা দিয়ে। Optical combination:- একটা হেলমেট সঙ্গে সামনের কোনে বসান একটা transparent কাঁচ থাকে যা দৃশ্য মেলাবে। কাঁচের উপরে একটা কাঁচের দিকে মুখ করা মনিটর থাকে। মনিটারেরর আলো জ্বালালে আলো প্রতিফলিত হয়ে চোখে পড়বে। কোন ক্যামেরা নেই, এই ডিভাইসে অপ্টিক্যাল প্রযুক্তি ব্যবহার হয়। Real world কে কাঁচের মাধ্যমে দেখবে। মনিটারে তৈরী দৃশ্য ও Real world মিশ্রত দৃশ্য দেখবে। Video combination- অন্য AR টাইপ হচ্ছে ভিডিও মিশ্রন। প্রায় একই রকম, কেবল user মনিটারে তাকাবে, যেমন ছবিতে দেখান হয়েছে। glass Robust heads-up গ্লাস ডিসপ্লে ধীরে ধীরে auto industry তে আসছে। কল্পনা করুন আপনার কারের পুরো windshield Google glass এর মত কাজ করছে। ধুলো ও বিরক্তিকর বাস্তব জগতের traffic দেখার বদলে আপনি car ও ডাটার সঙ্গে মিশ্রিত হাইলাইট করা রাস্তার বর্নাঢ্য প্রধান বৈশিষ্ট গুলো দেখছেন, টিকা সহ, বেশী নিরাপত্তা, সুবিধা ও আনন্দের জন্য। এটা কি অস্বাভাবিক মনে হচ্ছে। ছবি ও ডাটা আপনার windshield এ 3D তে project করা হয়। এগুলো চালু করতে সময় লাগবে, তবে অদুরে আসবে। AR ব্যবস্থা user এর জন্য একটা সংযুক্ত দৃশ্য তৈরী করে যা হবে একটা সত্যিকারের দৃশ্য, যা দেখা যায় ও একটা virtual দৃশ্য যা user এর sense কে উদ্দিপিত করে। এটা কম্পুউটার তৈরী virtual দৃশ্য বাড়তি তথ্য দিয়ে উদ্দিপ্ত করে। AR এর লক্ষ হচ্ছে একটা ব্যবস্থা তৈরী করা যাতে user বাস্তব জগৎ এবং তার virtual উদ্দিপক মিশিত করে। বর্তমান AR বিনোদন, মিলিটারী প্রশিক্ষন, ইঞ্জিনিয়ারিং ডিজাইন, রোবোটিক, উৎপাদন ও অন্য শিল্পে ব্যবহৃত হয়। এয়ারক্র্যাফ্টের HUD (Head Up Display) air speed, উচ্চতা, horizon line, heading turn/bank, slip/skid indicator ইত্যাদি তথ্য দেখায়। শেষের 2টা horizontal movements ও rolling movement দেখায়। মিলিটারী এয়ারক্র্যাফ্ট লক্ষের (terget এর) তথ্য, closing speed, লক্ষের range, সম্ভাব্য অবতরন ক্ষেত্র, weapon seeker ও অস্ত্রের অবস্থা জানতে পারে। কারে ব্যবহৃত HUD অনেক সহজ, এটা গতি ও দিক দেখায়। Augmented Reality - What is it? যদিও virtual reality আলোচনা করা হয়েছে, এর ঘনিষ্ট চাচাতো ভাই augmented reality রও আলোচনা করা দরকার। Virtual reality আপনার sense গুলোকে digital জগতে নিয়ে যায়, AR বর্তমান সত্য জগতে ডিজিট্যাল ছবি ও শব্দ নিক্ষেপ করে। AR virtual reality র মধ্যে পড়ে। AR কম্পুউটার ব্যবস্থা আমাদের reality র বা real world এর ধারনা বদলে দেয়। কোন বিমানে ও কারে Heads up Display “গন্তব্যস্থলের দুরত্ব”, GPS position ও speed দেখায়। এটা এক ধরনের AR। ডিজিট্যাল বস্তু যেমন 3D model বা video আমাদের বাস্তব দৃশ্যে প্রজেক্ট করা হয়, এগুলো যেন সত্যিই সেখানে আছে মনে হয়। How does Augmented Reality work? AR এ অনেক সেন্সর ব্যবহার করা হয় (ক্যামেরা সহ)। কম্পুউটার ও ডিসপ্লে ডিভাইস বাস্তব জগতে VR এর বিভ্রম তৈরী করে। ধরুন একটা 2D image সিনেমা পোস্টার। ক্যামেরা image প্রসেস করে, ছবি ও সাউণ্ড দিয়ে উদ্দিপিত করে (augment), তখন দেখা যায় মুভি পোস্টার জীবন্ত হয়ে উঠছে এবং film এর একটা trailor দেখাচ্ছে। আপনি ডিসপ্লে window দিয়ে যতক্ষন পোস্টারের দিকে তাকাবেন আপনি AR দেখবেন, plain vanila reality র পরিবর্তে। Augmented worldএ স্মার্টফোন বা ট্যাবলেটকে “magic window” এর মত ব্যবহার করা হয় ও আমাদের ডিজিট্যাল তথ্য পাঠায়। ডিজিট্যাল চিত্র বাস্তব বস্তুর উপর নিক্ষেপ করা যায়। এটাকে projection mapping বলে এবং চমকপ্রদ প্রভাবের জন্য use করা যায়। Applications of Augmented Realiy AR Health care এ সফল ভাবে মেডিক্যাল ট্রেনিং ও ফার্মেসী পরিচালনা করে। এটা হেল্থকেয়ার সংস্থাকে নিখুঁত করবে। বর্তমানে, ডাক্তারের সার্জারী নিখুঁত করতে রিসার্চাররা AR প্রযুক্তি ব্যবহার করছে। ছাত্রদের জটিল বিষয়ে AR এ ট্রেনিং দেয়া হচ্ছে। অনেক শিল্পে AR এর ব্যাপক প্রয়োগ হয়। AR শিক্ষা ও গেমংএ বানিজ্যিক উন্নতি করেছে। সবচেয়ে বড় মূলধারার ভিডিও গেম কনসোল, এক্সবক্স এবং প্লেস্টেশনএ AR ক্ষমতা অন্তর্ভুক্ত করেছে।এই গেমগুলো Kinect এর আকারে (xbox এর জন্য) ও প্লেস্টেশনে Eye বা ক্যামেরা (3 এবং 4 এর জন্য যথাক্রমে) ব্যবহার হয়। Educationএ AR দেখা যায়। মেডিসিনে ছাত্ররা live 3D মোডেল দেখে লাভবান হয়। এখনকার শিক্ষার উপকরন(বইয়ের পাতা) AR এর টারগেটের মত। যখন স্মর্টফোনের লেন্সের মাধ্যমে বইয়ে আপনি তাকাবেন দেখবেন ইঞ্জিনের ছবি, ইজ্ঞিনিয়ারিং বইয়ে এনিমেশন ছবি করছে বা চালু হার্টের 3D মডেল দেখাচ্ছে, যেটা আপনি হাতে ঘোরাতে পারছেন। মেডিক্যাল চিকিৎসায় AR রোগীর দেহে সরাসরি তথ্য নিক্ষেপ করে। যেমন veinviewer ব্যবস্থা real-time infrared vein scan ইমেজ সরাসরি রোগীর চামড়ায় নিক্ষেপ করে, চামড়াকে trasparent এর ধারনা দিতে। এতে চিকিৎসক সরাসরি ভেন দেখতে পাবেন। মিলিটারী ব্যবহারে Heads Up Display(HUDs)পরিধান করা সৈন্য দেখবে বাস্তব জগতের বস্তুতে তথ্য ট্যাগ করা আছে। এতে Radar তথ্য, orders বা অন্য সংশ্লিস্ট সেন্সর ডাটা নেটওয়ার্কে থাকা ডিভাইস থেকে পাওয়া যাবে। শত্রু বন্ধুর position জানা আবশ্যক। মিলিটারীতে AR এর ভবিষ্যত উজ্জ্বল। Mobile phone বিশেষ করে iPhone AR apps ব্যবহার করে যাতে computer এ তৈরী image বাস্তব জগতের image এর উপরে বসায়। উদাহরন, একটা app রেস্টুরেন্ট খোঁজতে সাহায্য করে: এটা রেস্টুরেন্টের sign/logo ডিসপ্লে করে যখন আপনি ঐ দিকে যান। Apple store এ Golfscape AR Range finder app golfer দের খেলতে সাহয্য করে। AR মার্কেটিং ও বিজ্ঞাপনে use করা হয় যেমন কোন product এর কোন বিশেষ দিকে জোর দেওয়া হয়, আকর্ষনীয় করতে ও বিক্রি বাড়াতে। AR আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হবে। Wearable computer বেশী চালু হলে লোক যে বস্তু নেই—তার সঙ্গে interact করবে। আপনার স্মার্টফোনের AR apps store ঘেটে AR apps search করলে অনেক পাবেন, কিছু free আছে। AR আপনার দেখা দৃশ্যে তথ্য মিশ্রিত করে যেখানে বাস্তব ও ভার্চুয়্যাল বিশ্ব যুক্ত। এটা শুধু ডেস্কটপ বা মোবাইল ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। Google glass, wearable কম্পুউটার ও optical head-mounted ডিসপ্লে উদাহরন। AR হচ্ছে virtual তথ্য real world এর প্রকৃত বস্তুতে মিশ্রন, যেমন কারে ক্যামেরাসহ dashboard। কার ড্রাইভে app monitor করে এবং অন্য কার থেকে দুরত্ব লক্ষ রাখে, Android device কে collision warning device এ পরিনত করে। গাড়ী চালাবার সময় app রংঙীন warning signal দেখায়। Green দেখায় যখন অন্য কার থেকে নিরাপদ দুরত্বে থাকে। কাছাকাছি চলে এলে app yellow সাইন দেখাবে। বিপদ সীমার মধ্যে থাকলে, app red সাইন দেখাবে এবং কার আস্তে চালাতে বলবে। কারের speed দেখাবে, ও speed limit পোঁছে গেলে জানাতে আপনি app সেট করতে পারেন। Head-up display কিছু কিছু দামি গাড়িতে থাকে, windscreen এর একটা অংশে স্পিড ও রাস্তার বাঁকে বাঁকে দিক দেখায়। ভবিষ্যতে, ঝামেলা হলে, যেমন আগে রাস্তার মাঝে ট্রাক ব্রেকডাউন হলে বা নেশুড়ে ড্রাইভার লেন বদলাতে থাকলে-রঙ্গিন লাইন দেখিয়ে highlight করে wind shield এ ড্রাইভারকে দেখাবে। ড্রাইভারের রাস্তার দিকে তাকায় যখন দিক বদলায়, centre mounted navigation ব্যবস্থার দিকে না তাকিয়ে। রাতে গাড়ী চালালে ক্যামেরা ও AR সেন্সর রাস্তা, সিগন্যাল ও পথচারীদের বেশী দৃশ্যমান করে। Augmented reality একটি উদ্ভাবনী ও খুবই আকর্ষণীয় বিষয় তাই navigation এ ব্যবহার হয়। একই ব্যবস্থা এ্যারোপ্লেনের এবং সামরিক অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয়।কিন্তু জাহাজ (meritime) চালনায় নয়। জাহাজ চালনায় (Navigation) একজন অফিসার অনেক তথ্য পায়। এই তথ্য বিভিন্ন পর্দা এবং মনিটরে প্রদর্শন করা হয়। এইসব তথ্য পড়তে অফিসারের মনোযোগ বাইরের দিকে চলে যায় বা headdown টাইম বেড়ে যায়। যদি সব তথ্য Head-up diplay তে বা AR চশমায় দেখান হয়, অফিসার তার মনোযোগ বাইরের দৃশ্যে দিতে পারে, এবং সব তথ্য এক পর্দায় পায়। এর ফলে head down time কমে এবং নিরাপত্তা বাড়ে। এই গবেষণার লক্ষ্য উদ্দীপ্ত বাস্তবতা (AR) কিভাবে নিরাপত্তা বাড়ায় ও পরিস্থিতি সচেতনতা উন্নত করতে সাহায্য করে। Real-World Examples:- AR সফ্টওয়্যার উন্নতিতে অনেকদিন ধরে আকর্ষনীয়। Google glass এর মত product আসার জন্য নুতন করে আকর্ষন বাড়িয়েছে। AR একটা প্রযুক্তি কম্পুউটার দৃশ্য ভিত্তিক recognition algorithmএ কাজ করে। এটা শব্দ, video, graphics ও অন্য সেন্সর ভিত্তিক বাস্তব বস্তুতে input দিয়ে augment করা হয় যেমন আপনার ডিভাইসের ক্যামেরা use করে। AR দর্শনীয় তথ্য প্রতিস্থাপন করে আপনার দেখার জগতে এবং আপনাকে নুতন জগতে নেয়ে যায়, যেখানে বাস্তব ও ভার্চুয়াল জগৎ দৃঢ় ভাবে সংযু্ক্ত। এটা desktop বা মোবাইল ডিভাইসে সীমাবদ্ধ নয়। উদাহরন Google glass, wearable কম্পুউটার, optical head-mounted ডিসপ্লে। একটা সহজ AR ব্যবহার: একজন বাস্তব জগতের বস্তুর ছবি তুলে, একটা marker ভার্চুয়াল বস্তু বাস্তব জগতের ছবির উপর যোগ করে এবং ক্যামেরা স্ক্রিনে দেখায়। শিক্ষা, শিল্পে AR প্রয়োগ মেরুদণ্ডের মত হতে পারে। Apps বার হচ্ছে যার মধ্যে ইম্যাজ, ভিডিও, text থাকে ও real-world পাঠক্রম (curriculum)থাকে। প্রিন্টিং ও বিজ্ঞাপন শিল্পে apps বার করছে ম্যাগাজিনের উপরে digital content দেখাতে। Conducting complex surgeries Dental বা লিভার সার্জারী ও কোন রোগের root বার করতে ডাক্তাররা সব সময় challenging মনে করে। সার্জারীর ক্ষেত্রে সুক্ষ্মতা সবচেয়ে গুরুত্তপুর্ন। AR এক্ষেত্রে সার্জেনকে দক্ষ হতে সাহায্যে করে। ছোট invasive procedure বা liver এর সমস্যা খুঁজতে AR ব্যবহার হয়। AR healthcare apps জীবন রক্ষা করে ও রোগীকে একটানা চিকিৎসা করে। ভ্রমনকারীরা ঐতিহাসিক স্থানের real time তথ্য পায়, ক্যামেরা ম্যাপে ভিউ ফাইণ্ডার তাক করে। স্থানিক ভিত্তিক AR apps সবচেয়ে ভাল apps। User বর্তমান স্থানের ভিত্তিতে কাছাকাছি দর্শনীয় স্থানের ও পছন্দের স্থানের তথ্য পাবে। Unty 3D Engineএর সাহায্যে 3D games তৈরী করতে পারে। AR প্রয়োগ শিক্ষা ক্ষেত্রে মেরুদণ্ড। Apps তৈরী হচ্ছে যাতে পাঠ (text), ছবি, ভিডিও ও বিশ্ব পাঠক্রম যুক্ত থাকে। ভ্রমনকারীরা ঐতিহাসিক স্থানের real time তথ্য জানতে পারে বিযয়ের উপর ক্যামেরা দিয়ে দেখলে। Android এর augmented reality (AR) apps আছে। App দিয়ে আপনার চারপাশ স্ক্যান করতে পারেন-রেস্টুরেন্ট, গ্রোসারী জিনিষ, ম্যাগাজিন, পোস্টার, hotel, ব্যবসা প্রতিষ্ঠান ও আরও অনেক কিছুর তথ্য পেতে।এই app দিয়ে বাজার, দাম, ডিজিট্যাল পোস্টার ইত্যাদি দেখতে পারেন। AR ভিডিওও দেখায়। AR ডিসপ্লে আপনার দেখা দৃশ্যে তথ্য মিশ্রিত করে এবং আপনাকে নুতন বিশ্বে নিয়ে যায় যেখানে বাস্তব ও ভার্চুয়্যাল বিশ্ব যুক্ত থাকে। এটা শুধু ডেস্কটপ বা মোবাইল ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ নয়। Google glass, একটা wearable কম্পউটার optical head-mounted ডিসপ্লে এই AR এর উদাহরন। AR অধিকাংশ exciting প্রযুক্তির অন্যতম। আপনি যদি আধুনিক হলিউড সিনেমা দেখেন, তাহলে এখন থেকে 20-30 বছর পর মোটামুটি আমাদের দুনিয়া কেমন হবে দেখবেন। আইফোন প্ল্যাটফর্ম তাদের পথ তৈরি করছে। AR উত্তেজক real ও virtual image এর দৃশ্য। কিছু elementএ কম্পুউটারে তৈরী দৃশ্য যোগ করে প্রভাব বদলায়, ফলে real time image উদ্দিপ্ত হয়।(see figs) ভবিষ্যতে সিনেমা VR ও AR এ হবে। Times of India, 21.1.16 তারিকের পতকায় বেরিয়ছে যে- Virtual reality simulator ডাক্তারদের 3 মাসের মধ্যে ছানি (cataract)operation ট্রেনিং দেবে এবং ডাক্তারদের অভাব মেটাবে ও অনেক সংখ্যায় রোগীকে চিকিৎসা করবে। HelpMeSee সংস্থা 30000 লোককে VR simulator মাধ্যমে ট্রেনিং দেবে যাতে মানুষের চোখের নকল করে (replicate)ও live surgery র অনুভুতি দেবে।




VIRTUAL REALITY  AND AUGMENTED REALITY
               SANTI PADA CHAKRABORTY, FELLOW MEMBER OF ISTITUTION OF ENGINEERS (INDIA), EX-SUPERINTENDING ENGINEER (ELECTRICAL), 
     W.B.S.E.B. <spchakra1324@gmail.com>
  বর্তমানে texchnology র উদ্ভাবনের গতির জন্য Virtual Reality (ভার্চুয়াল বাস্তবতা) consumer বিশ্বের একটি রেনেসাঁ এনেছে। ভার্চুয়াল রিয়ালিটি (VR) এবং তার ঘনিষ্ট চাচাত ভাই  Augmented Reality (AR) (উদ্দীপ্ত রিয়ালিটি) স্মার্টফোনের এবং ইন্টারনেটের মত দৈনন্দিন জীবনে সাধারণ হয়ে উঠছে।
  What is Virtual Reality
     VR এর সজ্ঞা virtual ও reality দুটোর সজ্ঞা থেকে আসে। Virtual এর সজ্ঞা হচ্ছে কাছের। Reality সজ্ঞা হচ্ছে বাস্তবতা যা আমরা মানষ হিসাবে প্রত্যক্ষ করি।সুতরাং, Virtual Reality অর্থ ‘near reality’ (বাস্তবতার কাছাকাছি)। এটা বিশেষ ধরনের বাস্তবতার emulation।
  আমরা বিশ্বকে জানি আমাদের ইন্দ্রিয় (sense)ও উপলদ্ধি ব্যবস্থার মাধ্যমে। আমরা জানি আমাদের 5টা ইন্দ্রিয়: স্বাদ, গন্ধ, স্পর্শ, দৃষ্টিশক্তি ও শ্রবনশক্তি আছে। এগুলো সুস্পস্ট ইন্দ্রিয়। মানুষের আরও অনেক ইন্দ্রিয় (senses) আছে যেমন ভারসাম্যের অনুভুতি। এই অন্য বোধ শক্তি সম্বন্ধীয় input (sensory inputs) ও আমাদের ব্রেনের কিছু সজ্ঞাবহ (sensory) তথ্যের বিশেষ প্রসেসিং থেকে নিশ্চিতভবে জানা যায় যে পরিবেশ থেকে মনে তথ্য যায়।
  আমাদের বাস্তবতা (reality) সব ইন্দ্রিয় দিয়ে আসে। অন্যভাবে বললে, আমাদের পুরো বাস্তবতার অভিজ্ঞতা হচ্ছে ইন্দ্রিয়ের (sensory) তথ্য ও আমাদের মস্তিষ্কের ঐ তথ্যের জ্ঞান তৈরীর প্রক্রিয়ার যোগফল। তাহলে দাঁড়াচ্ছে যে, যদি আপনার বোধ শক্তিগুলোকে কৃত্রিম (made-up) তথ্য দেওয়া হয় তাহলে সেই অনুসারে আপনার ইন্দ্রিয় দ্বারা বাস্তবতার উপলদ্ধি বদলাবে। আপনাকে এক ধরনের বাস্তবতার ধারনা দেওয়া হবে যা প্রকৃতপক্ষে নেই, কিন্তু আপনার বোধ শক্তিতে এটাকে বাস্তব হিসাবে অনুভুত হবে। এটাই virtual reality।

  সংক্ষেপে বলা যায়, ভার্চুয়াল reality আমাদের sense গুলোকে কম্পিউটারে উৎপন্ন ভার্চুয়াল পরিবেশের ধারনা দেয়।     

 “Virtual reality কি” প্রযুক্তিগত শব্দে উত্তর অকপট। ভার্চুয়াল বাস্তবতা প্রযুক্তিগত শব্দে একটি কম্পিউটারে তৈরী 3D পরিবেশ যা কোন ব্যক্তির সঙ্গে প্রতিক্রিয়া করে। সেই ব্যক্তি ভার্চুয়্যাল বিশ্বের অংশ হয় বা ভার্চুয়্যাল পরিবেশে নিমগ্ন হয়। সেখানে থাকাকালীন নিপুনভাবে বস্তু নাড়াচাড়া করতে পারে ও অনেক কাজ করতে পারে।
 "virtual reality (বাস্তবতা)"র অর্থ প্রকৃতপক্ষে কংক্রিট  অস্তিত্ব না থাকা সত্ত্বেও কংক্রিট  অস্তিত্ব থাকা। ভার্চুয়াল পরিবেশ বাস্তব জগতের (real world) মত মিলে যাওয়ার  প্রয়োজন নেই।
   VR কে কখনও immersive multimedia বলে, যেটা কম্পুউটারে তৈরী একটা পরিবেশ, বাস্তব বা কাল্পনিক যা ঐ পরিবেশে userএর বাস্তব উপস্থিত থাকা simulate করতে পারে ও user তার সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে। VR ভার্চুয়াল স্বাদ, দৃশ্য, গন্ধ, শব্দ, স্পর্শের অনুভুতি দিতে পারে (recreate)।
 

   Virtual reality software দিয়ে তৈরী করা একটা কৃত্তিম পরিবেশ, user বিশ্বাস স্থগিত রাখে এবং এটাকে real environment হিসাবে গ্রহন করে। Computer এ virtual reality প্রাথমিক ভাবে 5 টা ইন্দ্রিয়ের মধ্যে 2টা দৃষ্টি ও শব্দ দিয়ে অনুভব করে।
 ভার্চুয়াল রিয়ালিটি সোসাইটি (VRS)  ভার্চুয়াল বাস্তবতা এবং প্রযুক্তির  একটি ওয়ান স্টপ তথ্য এবং সংবাদ  সম্পদ এখানে আপনি ভার্চুয়াল বাস্তবতা world এর বিশাল তথ্য, ভার্চুয়াল বাস্তবতা (Virtual Reality) র সমস্যা, প্রভাব ইত্যাদি অনেক ধরনের তথ্য  beginners দের জন্য পাবেন।
    ভার্চুয়াল রিয়ালিটি: এটা কি এবং  সম্পর্কে জানা  কেন গুরুত্বপুর্ন?
    Virtual reality মুলত প্রযুক্তি ব্যবহার করে একটা পরিবেশে উপস্থিতির বিভ্রম তৈরী করে, যেটা প্রকৃতপক্ষে নেই। এটা নানা ইন্দ্রিয় (sense) যেমন দৃষ্টি ও শ্রবনকে তথ্য পাঠিয়ে কাজ করে, যা আমাদের মস্তিষ্ককে বোকা বানায় ও ভার্চুয়্যাল কিছু দেখে। দৃষ্টি বিভ্রম (illusion) পরষ্পর ক্রিয়ায় সম্পন্ন হয়, অন্যভাবে বললে ভার্চুয়্যাল world যে কোন
ভাবে আপনাকে জানান দেয়।
   
                               Fig-(VR computer simulated পরিবেশ সত্যিকরের জীবন্ত অভিজ্ঞতা দেয়)
  অবশ্য, এরকম virtual দুনিয়া প্রযুক্তি দিয়ে তৈরী করা খুব জটিল পদ্ধতি এবং এটা করতে advance computer hardware ও software দরকার ও peripheral device নির্দিষ্ট virtual realityর কাজই করে।
  বিমান পরিবহন ও মেডিসিনে virtual reality প্রয়োগ করছে, পাইলট ও সার্জেনদের তাদের নিজ নিজ পেশায় বিশেষ বাস্তব সম্মত পদ্ধতিতে প্রশিক্ষন দেওয়া হয় জীবন, দেহ বা পরিকাঠামো বিপন্ন না করে।  
  AR প্রযুক্তি স্বাস্থ্যে একটা গুরুত্বপুর্ন ও ব্যবহারিক application-প্রশিক্ষন, শিক্ষা স্বাস্থ্য থেকে দৃষ্টিশক্তির উন্নতির কাজে লাগে।।                       
  How is virtual reality achieved?
   আজকাল virtual reality সাধারনত কম্পুউটার প্রযুক্তি ব্যবহার করে বাস্তবায়িত হয়। অনেক ব্যবস্থা আছে যেমন headset, একমুখি treadmeal ও special গ্লাভস, gear এই উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এগুলো আসলে use করা হয় আমাদের অনুভুতিগুলোকে (senses) উদ্দিপিত করে বাস্তবতার বিভ্রম তৈরী করতে।
  VR vitual পরিবেশ তৈরী করে যা আমাদের অনুভুতিতে এমন ভাবে উপস্থাপিত করা হয় যে আমরা দেখি যেন আমরা ওখানে আছি। লক্ষ অর্জনে অনেক প্রযুক্তি ব্যবহার করা হয়, এটা জটিল, আমাদের অনুভুতি ও জ্ঞান বিষয় বিবেচনা করতে হয়।  আনন্দ উপভোগ ও গম্ভির ক্ষেত্রে ব্যবহার হয়। প্রযুক্তি সস্তা হচ্ছে ও প্রচলন বেশী হচ্ছে। এই প্রযুক্তির অনেক innovative ব্যবহার হবে।
 
                 
   Medicine  সার্জারী খুবই লাভবান। অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়। সার্জারী simulation প্রসারের জন্য Medicine সবচেয়ে বেশী লাভবান।এটা ট্রেনিং aid হিসাবে use হয় এবং সার্জেন ভার্চুয়্যাল পেসেন্টের অপারেশন করে দেখায় বা মানুষের শরীরের ভীতরটা দেখান হয়। রোগ নির্নয়ের জন্য ব্যবহার হয়, রোগীর শরীরের ভীতরের বিস্তারিত দৃশ্য দেখায়,
X-RAY বা স্ক্যান থেকেও বেশী বিস্তারিত দৃশ্য দেখায়।
 VR Aviationএ ব্যবহার হয়: 3D এয়ারক্রাফ্ট ডিজাইন করা যায়, prototype test করা যায়। simulationএ ডিজাইন বদলান যায়।
  সার্জারী ও ফ্লাইট simulation ছাড়াও  অন্য use হচ্ছে গেম, weather forecasting, Space program ও পুরাতন সভ্যতা পুননির্মান।
 কিছু architect বিল্ডিং plan এর vitual model তৈরী করে, যাতে লোক ভিতরে হাঁটতে পারে, ভিত করার আগেই। খদ্দের বিল্ডিংএর ভিতরেও বাইরেটা দেখতে পারে, প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। vitual model এ নিখুঁত ধারনা দেয় flat সম্পর্কে।Aviationও ব্যবহার হয়। একটা 3D aircraft ডিজাইন করা যাবে, ডিজাইনার prototype ভাঙ্গচুর না করে পরিবর্তন করতে পারে। এতে সময় ও খরচ কম লাগে।
 Militery তে VR এর প্রযুক্তিতে Training অনেক নিরাপদ, অন্য ব্যবস্থা থেকে কম খরচ। সৈন্য যারা VR ট্রেনিং নেয় অনেক দক্ষ হয়।  
  এও VR ব্যবহার হয়।   
  Summary: VR vitual পরিবেশ আমাদের অনুভুতিতে এমন ভাবে উপস্থাপিত করা হয় যে আমরা দেখি যেন আমরা ওখানে আছি। লক্ষ অর্জনে অনেক প্রযুক্তি ব্যবহার করা হয়, এটা জটিল, অনুভুতি ও জ্ঞান বিষয় বিবেচনা করতে হয়।  আনন্দ উপভোগ ও serious ক্ষেত্রেও ব্যবহার হয়। প্রযুক্তি সস্তা হচ্ছে ও প্রচলন বেশী হচ্ছে। এই প্রযুক্তির অনেক innovative ব্যবহার হবে।
    VR প্রযুক্তি psychological therapy তে ব্যবহার হয়। Virtual পরিবেশ তৈরী করে ও পেসেন্টকে exposure দেওয়া হয় চিকিৎসার জন্য। অনেক বছর ধরে ভার্চুয়্যাল পরিবেশ exposer therapy দিয়ে enxiety problem চিকিৎসা করে।
  VR পরিবেশ Training simulator হিসাবে ব্যবহার হয়। আগে flight simulator যেমন “Microsoft Flight Simulator" শোনা যেতো, কিন্তু অনেক আধুনিক মিলিটারীতে Iraqui cultural অবস্থা ও সৈনিকদের জন্য যুদ্ধক্ষেত্র simulator হিসাবে use করে। এছাড়া সন্ত্রাস, Telesurgery, paratrooping, ওয়েল্ডিং ও মাইনিং প্রশিক্ষণে ব্যবহার হয়।
    Augmented  reality (AR):-
   Augmented  reality ( AR) হচ্ছে virtual তথ্য real world এর প্রকৃত বস্তুতে মিশ্রন বা   virtual ও লাইভ ইমেজের মিশ্রন। লাইভ ইমেজ real দৃশ্য হতে পারে, ক্যামেরা ইমেজ হতে পারে। যেমন কারে সামনের উইণ্ডোতে দিক দেখানো, সেখানে real world ও navigational সিস্টেমে  বাড়তি তথ্য দেখা যায়।
  AR হচ্ছে live বা পরোক্ষ দৃশ্য বাস্তব বা real-world পরিবেশ যা উদ্দীপ্ত করা হয় কম্পুউটার তৈরী sensory input শব্দ, ভিডিও, graphics, GPS ডাটা দিয়ে।
 
      Optical combination:- একটা হেলমেট সঙ্গে সামনের কোনে বসান একটা transparent কাঁচ থাকে যা দৃশ্য মেলাবে। কাঁচের উপরে একটা কাঁচের দিকে মুখ করা মনিটর থাকে। মনিটারেরর আলো জ্বালালে আলো প্রতিফলিত হয়ে চোখে পড়বে। কোন ক্যামেরা নেই, এই ডিভাইসে অপ্টিক্যাল প্রযুক্তি ব্যবহার হয়। Real world কে কাঁচের মাধ্যমে দেখবে। মনিটারে তৈরী দৃশ্য ও Real world মিশ্রত দৃশ্য দেখবে।

    
   Video combination- অন্য AR টাইপ হচ্ছে ভিডিও মিশ্রন। প্রায় একই রকম, কেবল user মনিটারে তাকাবে, যেমন ছবিতে দেখান হয়েছে।
glass
  Robust heads-up  গ্লাস ডিসপ্লে ধীরে ধীরে auto industry তে আসছে।
কল্পনা করুন আপনার কারের পুরো windshield Google glass এর মত কাজ করছে। ধুলো ও বিরক্তিকর বাস্তব জগতের traffic দেখার বদলে আপনি car ও ডাটার সঙ্গে মিশ্রিত হাইলাইট করা রাস্তার বর্নাঢ্য প্রধান বৈশিষ্ট গুলো দেখছেন, টিকা সহ, বেশী নিরাপত্তা, সুবিধা ও আনন্দের জন্য।
  এটা কি অস্বাভাবিক মনে হচ্ছে। ছবি ও ডাটা আপনার windshield এ 3D তে project করা হয়। এগুলো চালু করতে সময় লাগবে, তবে অদুরে আসবে।
    AR ব্যবস্থা user এর জন্য একটা সংযুক্ত দৃশ্য তৈরী করে যা হবে একটা সত্যিকারের দৃশ্য, যা দেখা যায় ও একটা virtual দৃশ্য যা user এর sense কে উদ্দিপিত করে। এটা কম্পুউটার তৈরী virtual দৃশ্য বাড়তি তথ্য দিয়ে উদ্দিপ্ত করে।  AR এর লক্ষ হচ্ছে একটা ব্যবস্থা তৈরী করা যাতে user বাস্তব জগৎ এবং তার virtual উদ্দিপক মিশিত করে। বর্তমান AR বিনোদন, মিলিটারী  প্রশিক্ষন, ইঞ্জিনিয়ারিং ডিজাইন, রোবোটিক, উৎপাদন ও অন্য শিল্পে ব্যবহৃত হয়।
  এয়ারক্র্যাফ্টের HUD (Head Up Display) air speed, উচ্চতা, horizon line, heading turn/bank, slip/skid indicator ইত্যাদি তথ্য দেখায়। শেষের 2টা horizontal movements ও rolling movement দেখায়। মিলিটারী এয়ারক্র্যাফ্ট লক্ষের (terget এর) তথ্য, closing speed, লক্ষের range, সম্ভাব্য অবতরন ক্ষেত্র, weapon seeker ও অস্ত্রের অবস্থা জানতে পারে।
  কারে ব্যবহৃত HUD অনেক সহজ, এটা গতি ও দিক দেখায়।
    Augmented Reality - What is it?
  যদিও virtual reality আলোচনা করা হয়েছে, এর ঘনিষ্ট চাচাতো ভাই augmented reality রও আলোচনা করা দরকার।
  Virtual reality আপনার sense গুলোকে digital জগতে নিয়ে যায়, AR বর্তমান সত্য জগতে ডিজিট্যাল ছবি ও শব্দ নিক্ষেপ করে। AR virtual reality র মধ্যে পড়ে। AR কম্পুউটার ব্যবস্থা আমাদের reality র বা real world এর ধারনা বদলে দেয়।
 কোন বিমানে ও কারে Heads up Display “গন্তব্যস্থলের দুরত্ব”, GPS position ও speed দেখায়। এটা এক ধরনের AR।
 ডিজিট্যাল বস্তু যেমন 3D model বা video আমাদের বাস্তব দৃশ্যে প্রজেক্ট করা হয়, এগুলো যেন সত্যিই সেখানে আছে মনে হয়।

  How does Augmented Reality work?

  AR অনেক সেন্সর ব্যবহার করা হয় (ক্যামেরা সহ) কম্পুউটার ডিসপ্লে ডিভাইস বাস্তব জগতে VR এর বিভ্রম তৈরী করে।

  ধরুন একটা 2D image সিনেমা পোস্টার। ক্যামেরা image প্রসেস করে,  ছবি সাউণ্ড দিয়ে উদ্দিপিত করে (augment), তখন দেখা যায় মুভি পোস্টার জীবন্ত হয়ে উঠছে এবং film এর একটা trailor দেখাচ্ছে। আপনি ডিসপ্লে window দিয়ে যতক্ষন পোস্টারের দিকে তাকাবেন আপনি AR দেখবেন, plain vanila reality পরিবর্তে।

   Augmented world স্মার্টফোন বা ট্যাবলেটকে “magic window” এর মত ব্যবহার করা হয় আমাদের ডিজিট্যাল তথ্য পাঠায়।
  ডিজিট্যাল চিত্র বাস্তব বস্তুর উপর নিক্ষেপ করা যায়। এটাকে projection mapping বলে এবং চমকপ্রদ প্রভাবের জন্য use করা যায়।  

    Applications of Augmented Realiy  

   AR Health care এ সফল ভাবে মেডিক্যাল ট্রেনিং ও ফার্মেসী পরিচালনা করে। এটা হেল্থকেয়ার সংস্থাকে নিখুঁত করবে। বর্তমানে, ডাক্তারের সার্জারী নিখুঁত করতে রিসার্চাররা AR প্রযুক্তি ব্যবহার করছে। ছাত্রদের জটিল বিষয়ে AR এ ট্রেনিং দেয়া হচ্ছে।
  অনেক শিল্পে AR এর ব্যাপক প্রয়োগ হয়। AR শিক্ষা ও গেমংএ বানিজ্যিক উন্নতি করেছে।  
  সবচেয়ে বড় মূলধারার ভিডিও গেম কনসোল, এক্সবক্স এবং প্লেস্টেশনএ  AR ক্ষমতা  অন্তর্ভুক্ত করেছে।এই গেমগুলো Kinect এর আকারে (xbox এর জন্য) ও প্লেস্টেশনে Eye বা ক্যামেরা (3 এবং 4 এর জন্য যথাক্রমে) ব্যবহার হয়।
  Educationএ AR দেখা যায়। মেডিসিনে ছাত্ররা live 3D মোডেল দেখে লাভবান হয়। এখনকার শিক্ষার উপকরন(বইয়ের পাতা) AR এর টারগেটের মত। যখন স্মর্টফোনের লেন্সের মাধ্যমে বইয়ে আপনি তাকাবেন দেখবেন ইঞ্জিনের ছবি, ইজ্ঞিনিয়ারিং বইয়ে এনিমেশন ছবি করছে বা চালু হার্টের 3D মডেল দেখাচ্ছে, যেটা আপনি হাতে ঘোরাতে পারছেন।
 মেডিক্যাল চিকিৎসায় AR রোগীর দেহে সরাসরি তথ্য নিক্ষেপ করে। যেমন veinviewer ব্যবস্থা real-time infrared vein scan ইমেজ সরাসরি রোগীর চামড়ায় নিক্ষেপ করে, চামড়াকে trasparent এর ধারনা দিতে। এতে চিকিৎসক সরাসরি ভেন দেখতে পাবেন।
  মিলিটারী ব্যবহারে Heads Up Display(HUDs)পরিধান করা সৈন্য দেখবে বাস্তব জগতের বস্তুতে তথ্য ট্যাগ করা আছে। এতে Radar তথ্য, orders বা অন্য সংশ্লিস্ট সেন্সর ডাটা নেটওয়ার্কে থাকা ডিভাইস থেকে পাওয়া যাবে। শত্রু বন্ধুর position জানা আবশ্যক। মিলিটারীতে AR এর ভবিষ্যত উজ্জ্বল।
  Mobile phone বিশেষ করে iPhone AR apps ব্যবহার করে যাতে computer এ তৈরী image বাস্তব জগতের image এর উপরে বসায়। উদাহরন, একটা app রেস্টুরেন্ট খোঁজতে সাহায্য করে: এটা রেস্টুরেন্টের sign/logo ডিসপ্লে করে যখন আপনি ঐ দিকে যান। Apple store এ Golfscape AR Range finder app golfer দের খেলতে সাহয্য করে। AR মার্কেটিং ও বিজ্ঞাপনে use করা হয় যেমন কোন product এর কোন বিশেষ দিকে জোর দেওয়া হয়, আকর্ষনীয় করতে ও বিক্রি বাড়াতে।
   AR আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হবে। Wearable computer বেশী চালু হলে লোক যে বস্তু নেই—তার সঙ্গে interact করবে। আপনার স্মার্টফোনের AR apps store ঘেটে AR apps search করলে অনেক পাবেন, কিছু free আছে।
 AR আপনার দেখা দৃশ্যে তথ্য মিশ্রিত করে যেখানে বাস্তব ও ভার্চুয়্যাল বিশ্ব যুক্ত।
  এটা  শুধু ডেস্কটপ বা  মোবাইল ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। Google glass, wearable কম্পুউটার ও optical head-mounted ডিসপ্লে উদাহরন। 
  AR হচ্ছে virtual তথ্য real world এর প্রকৃত বস্তুতে মিশ্রন, যেমন কারে ক্যামেরাসহ dashboard।
  কার ড্রাইভে app monitor করে এবং অন্য কার থেকে দুরত্ব লক্ষ রাখে, Android device কে collision warning device এ পরিনত করে। গাড়ী চালাবার সময় app রংঙীন warning signal দেখায়। Green দেখায় যখন অন্য কার থেকে নিরাপদ দুরত্বে থাকে। কাছাকাছি চলে এলে app yellow সাইন দেখাবে।
  বিপদ সীমার মধ্যে থাকলে, app red সাইন দেখাবে এবং কার আস্তে চালাতে বলবে। কারের speed দেখাবে, ও speed limit পোঁছে গেলে জানাতে আপনি app সেট করতে পারেন।
  

 Head-up display কিছু কিছু দামি গাড়িতে থাকে, windscreen এর একটা অংশে স্পিড ও রাস্তার বাঁকে বাঁকে দিক দেখায়।
 ভবিষ্যতে, ঝামেলা হলে, যেমন আগে রাস্তার মাঝে ট্রাক ব্রেকডাউন হলে বা নেশুড়ে ড্রাইভার লেন বদলাতে থাকলে-রঙ্গিন লাইন দেখিয়ে highlight করে wind shield এ ড্রাইভারকে দেখাবে। ড্রাইভারের রাস্তার দিকে তাকায় যখন দিক বদলায়, centre mounted navigation ব্যবস্থার দিকে না তাকিয়ে।
 রাতে গাড়ী চালালে ক্যামেরা ও AR সেন্সর রাস্তা, সিগন্যাল ও পথচারীদের বেশী দৃশ্যমান করে।



  Augmented reality একটি উদ্ভাবনী ও খুবই আকর্ষণীয় বিষয় তাই navigation এ ব্যবহার হয়। একই ব্যবস্থা এ্যারোপ্লেনের এবং সামরিক অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয়।কিন্তু জাহাজ (meritime) চালনায় নয়। জাহাজ চালনায় (Navigation) একজন অফিসার অনেক তথ্য পায়। এই তথ্য বিভিন্ন পর্দা এবং মনিটরে প্রদর্শন করা হয়। এইসব তথ্য পড়তে অফিসারের মনোযোগ বাইরের দিকে চলে যায় বা headdown টাইম বেড়ে যায়। যদি সব তথ্য Head-up diplay তে বা AR চশমায় দেখান হয়, অফিসার তার মনোযোগ বাইরের দৃশ্যে দিতে পারে, এবং সব তথ্য এক পর্দায় পায়। এর ফলে head down time কমে এবং নিরাপত্তা বাড়ে। এই গবেষণার লক্ষ্য উদ্দীপ্ত বাস্তবতা (AR) কিভাবে নিরাপত্তা বাড়ায় ও পরিস্থিতি সচেতনতা উন্নত করতে সাহায্য করে।  
   Real-World Examples:-
  AR সফ্টওয়্যার উন্নতিতে অনেকদিন ধরে আকর্ষনীয়। Google glass এর মত product আসার জন্য নুতন করে আকর্ষন বাড়িয়েছে। AR একটা প্রযুক্তি কম্পুউটার দৃশ্য ভিত্তিক recognition algorithmএ কাজ করে।  এটা শব্দ, video, graphics ও অন্য সেন্সর ভিত্তিক বাস্তব বস্তুতে input দিয়ে augment করা হয় যেমন আপনার ডিভাইসের ক্যামেরা use করে।   
 AR দর্শনীয় তথ্য প্রতিস্থাপন করে আপনার দেখার জগতে এবং আপনাকে নুতন জগতে নেয়ে যায়, যেখানে বাস্তব ও ভার্চুয়াল জগৎ দৃঢ় ভাবে সংযু্ক্ত। এটা desktop বা মোবাইল ডিভাইসে সীমাবদ্ধ নয়। উদাহরন Google glass, wearable কম্পুউটার, optical head-mounted ডিসপ্লে।
  একটা সহজ AR ব্যবহার: একজন বাস্তব জগতের বস্তুর ছবি তুলে, একটা marker   ভার্চুয়াল বস্তু বাস্তব জগতের ছবির উপর যোগ করে এবং ক্যামেরা স্ক্রিনে দেখায়।
  শিক্ষা, শিল্পে AR প্রয়োগ মেরুদণ্ডের মত হতে পারে। Apps বার হচ্ছে যার মধ্যে ইম্যাজ, ভিডিও, text থাকে ও real-world পাঠক্রম (curriculum)থাকে।
  প্রিন্টিং ও বিজ্ঞাপন শিল্পে apps বার করছে ম্যাগাজিনের উপরে digital content দেখাতে।
   Conducting complex surgeries
    Dental বা লিভার সার্জারী ও কোন রোগের root বার করতে ডাক্তাররা সব সময় challenging মনে করে। সার্জারীর ক্ষেত্রে সুক্ষ্মতা সবচেয়ে গুরুত্তপুর্ন। AR এক্ষেত্রে সার্জেনকে দক্ষ হতে সাহায্যে করে। ছোট invasive procedure বা liver এর সমস্যা খুঁজতে AR ব্যবহার হয়। AR healthcare apps জীবন রক্ষা করে ও রোগীকে একটানা চিকিৎসা করে।
  ভ্রমনকারীরা ঐতিহাসিক স্থানের real time তথ্য পায়, ক্যামেরা ম্যাপে ভিউ ফাইণ্ডার তাক করে।
  স্থানিক ভিত্তিক AR apps সবচেয়ে ভাল apps। User বর্তমান স্থানের ভিত্তিতে কাছাকাছি দর্শনীয় স্থানের ও পছন্দের স্থানের তথ্য পাবে।
  Unty 3D Engineএর সাহায্যে 3D games তৈরী করতে পারে।   
  AR প্রয়োগ শিক্ষা ক্ষেত্রে মেরুদণ্ড। Apps তৈরী হচ্ছে যাতে পাঠ (text), ছবি, ভিডিও ও বিশ্ব পাঠক্রম যুক্ত থাকে।
  ভ্রমনকারীরা ঐতিহাসিক স্থানের real time তথ্য জানতে পারে বিযয়ের উপর ক্যামেরা দিয়ে দেখলে।
  Android এর augmented reality (AR) apps আছে।   
  App দিয়ে আপনার চারপাশ স্ক্যান করতে পারেন-রেস্টুরেন্ট, গ্রোসারী জিনিষ, ম্যাগাজিন, পোস্টার, hotel, ব্যবসা প্রতিষ্ঠান ও আরও অনেক কিছুর তথ্য পেতে।এই app দিয়ে বাজার, দাম, ডিজিট্যাল পোস্টার ইত্যাদি দেখতে পারেন। AR ভিডিওও দেখায়।
  AR ডিসপ্লে আপনার দেখা দৃশ্যে তথ্য মিশ্রিত করে এবং আপনাকে নুতন বিশ্বে নিয়ে যায় যেখানে বাস্তব ও ভার্চুয়্যাল বিশ্ব যুক্ত থাকে। এটা  শুধু  ডেস্কটপ বা মোবাইল ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ নয়। Google glass, একটা wearable কম্পউটার  optical head-mounted ডিসপ্লে এই AR এর উদাহরন।
       AR অধিকাংশ exciting প্রযুক্তির অন্যতম। আপনি যদি আধুনিক হলিউড সিনেমা  দেখেন, তাহলে এখন থেকে 20-30 বছর পর মোটামুটি আমাদের দুনিয়া কেমন হবে দেখবেন। আইফোন প্ল্যাটফর্ম তাদের পথ তৈরি করছে।    

 
  AR উত্তেজক real ও virtual image এর দৃশ্য। কিছু elementএ কম্পুউটারে তৈরী দৃশ্য যোগ করে প্রভাব বদলায়, ফলে real time image উদ্দিপ্ত হয়।(see figs)
ভবিষ্যতে সিনেমা VR ও AR এ হবে।
   Times of India, 21.1.16 তারিকের পতকায় বেরিয়ছে যে- Virtual reality simulator ডাক্তারদের 3 মাসের মধ্যে ছানি (cataract)operation ট্রেনিং দেবে এবং ডাক্তারদের অভাব মেটাবে ও অনেক সংখ্যায় রোগীকে চিকিৎসা করবে। HelpMeSee সংস্থা 30000 লোককে VR simulator মাধ্যমে ট্রেনিং দেবে যাতে মানুষের চোখের নকল করে (replicate)ও live surgery র অনুভুতি দেবে।
 





Thursday, 22 September 2016

Android Kitkat, Lollipop and Marshmellow

 ANDROID KITKAT, LOLLIPOP AND MARSHMALLOW MOBILE
        SANTI PADA CHAKRABORTY, FELLOW MEMBER OF INSTITUITION ON ENGINEERS(INDIA) & SPERINTENDING  ENGINEER (ELECTRICAL), WBSEB .  (spc_2008@yahoo.com)
        Google Nov, 2007 Android launch করার পর hardware, software Telecommunication কোম্পানির একটা consortium, Open Handset alliance তৈরী করেছে। এটা মোবাইল ডিভাইসের open স্ট্যাণ্ডার্ড। Andriod Mobole বিশ্বে জনপ্রিয় হয়েছে।
  Android এর খোলামেলা পরিবেশের জন্য Android ডেভেলাপারদের কাছে প্রিয় app বিক্রি দ্রুত বেড়ে যাচ্ছে Android billions app গেম Google Play থেকে বিক্রি করছেপার্টনারদের  হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের অগ্রগতি ঘটাচ্ছে, ইউসারদের ডেভেলাপারদের নুতন নুতন (capability) সুযোগ দিচ্ছে
    Android এর বিবর্তন নিম্নরুপ:
  প্রথম ব্যবসায়িক ভিত্তিতে Android 1.0 সেপ্টেম্বর 2008 এ ছাড়ে
  Android 1.5 Cupcake:- Google April 30, 2009 তারিখ Android 1.5  চালু করে। Google সব ভারসনের code নাম dessert (মিষ্টি) থেকে নেয়। Android 1.5  ভারসনের নাম Cupcake code name রাখা হয়। Cupcake একটা ছোট cakeএরপর থেকে dessert series সূরু হয়। Update এর মধ্যে অনেক নুতন বৈশিষ্ট আনে ও ইউসার ইনটারফেস পরিবর্তন করে, উইডগেটযুক্ত করে ও ভাইরাস দুর করার ব্যবস্থাও করে. যুক্ত করে ও ভাইরাস দুর করার ব্যবস্থাও করে   
    Android 1.6 Donut:- September 15, 2009 Android Donut চালু করেCode name DonutCupcake থেকে অনেক বেশী বৈশিষ্ট যোগ করা হয়। এতে বেশী রিসলিউশন দেওয়া হয়। এটা অন্য ভারসন থেকে দ্রুত, Wi-Fi connectivity উন্নত করা হয়।  উন্নত ফটো ও ভিডিও ফিচার, উন্নত সার্চ ও স্ক্রীন সাইজ বড় করা হয়।














 Android 2.0/2.1 Éclair:- October 26, 2009 তারিখ Donut বন্ধের একমাস পর Éclair  ছাড়া হয়। Google ভারসন 2.0 তে চলে যায় এবং অনেক উন্নত করা হয় ও Android এর নুতন যুগের সূচনা করে এতে Bluetooth 2.1, ক্যামেরায় ফ্ল্যাস ও ডিজিট্যাল zoom, মাল্টি টাচ সাপোর্ট যুক্ত করা হয়।         (এটা rectagular “cream puff”)    
  Android 2.2, Froyo: - May 20, 2010 তারিখ Froyo চালু করে যাতে স্পিড, মেমারী ও কর্মক্ষমতা অনেক উন্নত করা হয়এটা flash সাপোর্ট করে, BSU Wi-Fi hotspot যোগ করে।(frozen yogurt থেকে করা হয়)
 
  Android 2.3, Gingerbread:- December 6, 2010 ছাড়া হয়এটা ইতিহাসে সবচেয়ে বেশী ব্যবহৃত ভারসন, 56% এর বেশী। OS ইউসার ইনটারফেস ডিজাইন আপডেট করেছে স্পিড বাড়িয়ে এবং সহজ করে। একের বেশী ক্যামেরা, এর স্ক্রিন অনেক বড়      
 (এটা ginger এর গন্ধযুক্ত cake বা cookie)
     Android 3.0. Honeycomb:- February 22, 2011 তারখে প্রথম শুধু Tablet ভারসনের জন্য অপারেটিং সিস্টেম চালু করে  
 Android 4.0 Ice Cream Sandwich:- October 19, 2011 চালু হয়। এটা মোবাইলের IC ভারসন স্মার্টফোন মোবাইলে ব্যবহার হয়OS 1080p ভিডিও রেকর্ডিং করা যায়এতে ইন বিল্ট ফটো এডিটর, উন্নত ক্যামেরা app ও জিরো সাটার ল্যাগ আছে। এর Apps grade Powerful, multitasking ও স্মার্টফোনে কম্পুউটার-ক্লাস পাওয়ার উপযুক্ত করা হয়েছে। এটা উল্লেগযোগ্য upgrade (Ice cream sandwich)
   (Ice Cream Sandwich- সাধারনত দুটো চকোলেট কুকি দিয়ে স্যাণ্ডউইচ করা Vanilla ice cream)  
   Touch screen ভাল কাজ করে না। Camera ও video recording ভাল। Multitasking ধীর গতি, সংযোগের সমস্য এলোমেলো হয় (clutter)
  Android এর tablet OS(Honeycomb) ও মোবাইল OS (Gingerbread,) Froyo ইত্যাদি)ডিজাইন করেছে
     Android Jelly Bean:- July 9, 2012 তারখ Android ইতিহাসে সবচেয়ে বেশী উন্নত ইউসার ইনটারফেস আনে এর ইউসার ইনটাফেসের কর্মক্ষমতা ও দক্ষতা বাড়ান হয়েছে Google Now Jelly Bean ভবিষ্যতের search চালু করেছে     
    এটা Android এর দ্রুততম ও সহজতম ভারসন। Jelly Bean নুতন Google search যুক্ত করেছে এবং Android 4.0 থেকে উন্নত করা হয়েছে। Jelly Bean এ সবই দ্রুত, সহজ ও সরল। হোম স্ক্রীনের মধ্যে বিচরন ও appsএর মধ্যে সুইচিং করা যায় সহজে, বইয়ের পাতা ওলটানর মত ও দ্রুত সাড়া দেয়।
 Jelly Bean আন্দাজ করতে পারে পরের বার কোথায় স্ক্রীন টাচ করবেন।
  Android 4.2:- Android এরপর Android 4.2 ভারসন বার করে। Android 4.2 Jelly Bean, কিছু বড় আপডেট এনেছে এর আগের ভারসন থেকে।
  ANDROID KITKAT 4.4
  প্রায় 1 বছরের বেশী পরে Android Halloween Nexus 5 এর সাথে 2013 তে KitKAT চালু করছে (launch)।  Google Now আরও ভাল করা হয়েছে যাতে user কি চায় (prescient)তারা চাওয়ার আগেই সরবরাহ করে।  
   Android KITKAT 4.4 এর ডিজাইন সুন্দর (polished), কর্মক্ষমতা উন্নতমানের এবং অনেক নুতন বৈশিষ্ট (feature) যুক্ত হয়েছে।   
    মোবাইলে গান শোনার সময় বা Chromcast এ মুভি দেখার সময় মোবাইল লক থাকার সময় পুরো স্ক্র্রীন জুড়ে সুন্দর এলবাম দেখবেন ও মুভি আর্ট দেখবেন। আপনি play, Pause বা নির্দিষ্ট মহুর্ত খুঁজতে পারেন।
  Locked screen থেকে ক্যামেরায় যেতে পারবেন, ক্যামেরার জন্য নীচে দক্ষিন কোনে ক্যামেরা iconও আছে।
  Notification বারে battery, signal ও Navigation বারে home, back ও app switcher software key আছে। এগুলো সাদা করা হয়েছে।
 যে গেম দেখছেন আপনি যে বই পড়ছেন, বা যে মুভি দেখছেন সেগুলো সব নুতন immersive mode এ কেন্দ্রে আসবে, মগ্ন হয়ে (Immerse) দেখবেন, যা দেখবেন সেটা ছাড়া আপনাআপনি সব হাইড (hide) করবে। শুধু screen এর প্রান্তে সুইপ করুন আপনার status bar ও navigation button আসবে। আপনার সব ম্যাসেজ একই স্থানে আসবে। নুতন Hangout App দিয়ে আপনার সমস্ত SMS ও MMS একই app এ থাকবে, আপনার কথোপকথন ও ভিডিও কলও। নুতন Hangout দিয়ে আপনি আপনার অবস্থান (location) share করতে ও animated GIF পাঠাতেও পারবেন।  
    Quickoffice apps:- আপনি ফাইল open ও save করতে পারেন Google Drive এ, cloud storage এ ও আপনার মোবাইলে। আপনার phone বা tabletএ docoment, spreadsheet ও presentation নুতন QuickOffice app দিয়ে তৈরী ও edit করতে পারেন।
  Android 4.4 KitKatএ আরও অনেক বৈশিষ্ট ও update আছে। Android এর নুতন operating system ভারসনেই নুতন বৈশিষ্ট থাকে। নুতন মোবাইল না কিনে upgrade করতে পারেন। Kitkat 4.4 খুবই জনপ্রিয় OS। কিছু বৈশিষ্ট যেমন masseging, memory management খুব ভাল। আপনার Android ডিভাইস 4.4 KitKat এ পরিবর্তিত করতে পারেন সহজেই। Jelly binকে Kitkat 4.4এ update করতে পারেন। ভাল না লাগলে jelly binএ ফিরে যেতে পারেন।
  Emoji everywhere:- আপনি যা অনুভব করছেন অনেক সময় শব্দ (word) দিয়ে প্রকাশ করা যায় না। তার জন্য Emoji আছে। রঙীন জাপানি চরিত্র এখন google কিবোর্ডএ পাওয়া যায়।
  KitKartএ ফটো, document, web page মোবাইল ফোন বা ট্যাবলেট থেকে প্রিন্ট করতে পারেন। আপনি যে কোন Google Cloud print, HP eprint printer ও অন্য প্রিন্টার, যার google play Store এ App আছে, প্র্রিন্ট করতে পারবেন।
  Features of Kitkat 4.4 Android
     Ok Google:- এই বৈশিষ্ট খুবই আকর্ষনীয়, Home Screen বা Google Now থাকলে, শুধু বলুন ”OK Google”। Screen touch না করেই আপনি voice search করতে পারেন, voice এ text পাঠাতে পারেন, গান শুনতে ও internert search করতে পারেন। Voice search এর সব উত্তর পাওয়া যায়।
     Multi tasking:- Tauch screen নিখুঁত, দ্রুত সাড়া দেয় ও অনেক জিনিষ করা যায়।
    Messaging: SMS, MMS সব মেসেজ একই জায়গায় পাওয়া যায়। এগুলো Hangout appএ যুক্ত করা হয়েছে। এটা google talk এর পরিবর্ত।
    Memory management:- KiKatএ 512 MB RAMএ Android device  কাজ করে। অর্থাৎ Android এ কম পাওয়ারে মোবাইল চালান যাবে।
   Other Feature:- HDR ফটোগ্রাফী করা যাবে, bluetooth MAP support আছে।  ডাউনলোড, রিডিজাইন করা app, email app refresh, Infrared blasting, secure app sand boxes, touchএর উন্নতি করা হয়েছে।
   Multi tasking:-দ্রুত সাড়া দেয়, টাচ স্ক্রীন (touch) নিখুঁত যাতে অনেক জিনিষ এক সঙ্গে করা যায়, যেমন web browsing, গান শোনা, app ডাউনলোড ইত্যাদি।
   Every where Cloud printing:- KitKatএ web এ clound printএর মাধ্যমে print command পাঠিয়ে   ট্যাবলেট, স্মর্টফোন ও ল্যাপটপ থেকে ডকুমেন্ট, ছবি প্রিন্ট করা যাবে। এটা Andrioid App থেকে ডাউনলোড করা যাবে।
 
    KitKat এর চারটা update 5.0 এর পরে যেমন 5.0.1, 5.02, 5.1 ও 5.1.1 হয়েছে। 5.1 সিসটেম খুব একটা বদলায় নি, তবে HD video calling, নিরাপত্তা, tweak ও notification menu setting toggle  করা যায়।
    KitKat মাত্র 512MB RAMএ OS সুন্দর ভাবে চালা Andoid one Program  দিয়ে। অর্থাৎ
 Android সস্তার ফোনের মার্কেটে ঢুকে পড়েছে।  
   ANDROID LOLLIPOP 5.0
Android Lollipop 5.0  2014 তে launch হয়েছে। Android Lollipop দেখতে সুন্দর করা হয়েছে।   

       Andriod Lollipop আগের versionএর নুতন রুপ: material design, পুরো নুতন করা হয়েছে Lollipop এর বড় দাবি এর Android OS এর নাটকীয় reimaging যা Ice Cream Sandwich এ আরম্ভ হয়েছিল। Icon, animation ও multitasking মেনু পুরোপুরি বদলান হয়েছে Googleএর Material Design পদ্ধতিতে, এবং Googleএর Android lockscreen  বেশী কার্যকরী হয়েছে  notification যুক্ত করে।

    Features: Andriod 5.0 নতুন notification সিস্টেম এনেছে। প্রত্যেকটির notification card এ দেখান হয়। Googleএর Material design পদ্ধিততে করা হয়েছে। Appএ কিছু সংখ্যক notification এর গ্রুপ করা যায়। Lock screenএ notification কার্ডে  দেখান হয় ও “heads up” বড় ব্যানারে উপরে স্ক্রীনে  দেখা যাবে, তাদের নির্দিষ্ট বাটন সহ। একটা Do-not-disturb বৈশিষ্টও যুক্ত হয়েছে notification এর জন্য। বর্তমান apps menu 3D card stackএ দেখা যাবে। প্রতিটি  app এ অনেক সংখ্যায় কার্ড।

 
   Lollipop 5.0 তে Settings>sound and notification->app গিয়ে প্রতিটি app block বা priority one করতে পাবেন।
    Silent mode: পুনরায় “silent mode” যুক্ত করেছে।
    Notifications ও  lock screen:-Lollipop এর উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে নুতন notification system। এতে drop down Notifications bar ও lock screen পাওয়া যায়।
  Lollipopএ app notification local screen এ আসে। আপনি এগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন, বাদ দিতে, সুইপ ও উত্তর দিতে tap করতে পারবেন।   
     Keyboard:- Keyboerd এ বাটন নেই, সমতল ক্ষেত্রে অক্ষরগুলো আছে। টাইপ তাড়াতাড়ি করা যায়।  
    Pin app:-আপনি বাচ্চাকে বা অন্যকে কারুকে আপনার মোবাইল দিতে হলে একটা appএ পিন করতে পারবেন। Setting দিয়ে চালু করতে পারেন,  Settings -> Security -> Screen pinning দিয়ে। Back ও overview বাটনে চাপ দিলে বেরিয়ে আসতে পারবেন।
     Battery life:- ব্যাটারী mode আছে।ব্যাটরি কতক্ষন চলবে, কতক্ষন পর full charge হবে জানতে পারবেন।  Lollipopএ Volta Project দিয়ে ব্যাটারী খরচ কমানর লক্ষ আছে।
   Search bar:- search bar উন্নত করা হয়েছে।

     Cromocast:- Android 5.0তে notification drawerএ cast screen এ tap করলে cromecast পাবেন এবং স্ক্রিনিং চালু করতে পারেন।

  Google Now:- Google Now Google search software এর আশাব্যঞ্জক আবিষ্কার।  Google Now হচ্ছে ব্রেন যা সব জিনিষ একত্র করে, সমস্ত তথ্য Card এ দেয়। Google Now তথ্য সরবরাহ করে, এটা আপনার প্রয়োজন কিনা জানার আগেই। এটা অনুমান করে আপনি কি চাইতে পারেন বা প্রয়োজন তার আগেই ওটা সরবরাহ করে easy-to-read formateএ।

     ANDROID MARSHMALLOW 6.0
  সর্বশেষ Android Nexus devices এর সাথে,  September 29, 2015   Android   Marshmallow launch করেছে। এটাতে অবাককরা কিছু বৈশিষ্ট যোগ হয়েছে, যেমন নুতন ভাবে app permission পরিচালনা করা, নুতন ও উন্নতমানের Google now, ও অফিসিয়্যাল fingerprint scanner,  Google Dozeএর সাথে ব্যাটারী লাইফ উন্নত করেছে এবং আধুনিক Nexus স্মার্টফোনে Android Sensor Hub যুক্ত করেছে, অর্থাৎ আপনি চার্জিং কেবল না লাগিয়েই সারা দিন কাজ করতে পারবেন। Dark mode ও storage device ও microSD memory তথ্য যু্ক্ত করেছে।
(Marshmallow চিনির তৈরী কেক সাধারনত চিনি, জল ও gelatin দিয়ে তৈরী ভুট্টা মাড় দিয়ে লেপা ছোট ছোট নলের মত টুকরো।)

    

  Android Marshmallowতে মুল বৈশিষ্ট ও Android Lollipopএর কর্মপ্রনালী আরও নিখুঁত করা হয়েছে।

   Android Marshmallow design:- Google এর  Material design language এখন আরও বেশী ভাল হয়েছে। প্রধান অঞ্চলে UI settings, notifications ও navigation একই আছে, নুতন বৈশিষ্টও আছে।   

   Nexus:- First generation Nexus 7 mini tablet Google ও Asus যুক্ত ভাবে (nexus) বার করেছে যা Android OS এ চলে। Andriod এর Google Nexus series এর এটা প্রথম tablet। এটা  Google বাজারে ছেড়েছে। Nexus 5 হচ্ছে একটা Android স্মার্টফোন যা LG Elelctrinics ও Google Google এর জন্য তৈরী করেছে।
   
   Google now:- Google now এখন আরও ভাল হয়েছে। আগের থেকে জানার ক্ষমতা (prescient)সহ, যাতে user কি চায় তা জিজ্ঞেস করার আগেই আন্দাজ করে। Hangout উ্ন্নত করা হয়েছে SMS ক্ষমতা সহ। 
     Google Now Voice Command:-  Voice search এর নুতন চেহারা হয়েছে। 4টা রঙীন dot ভাসে, waveform হয় এবং ঘোরে যেমন অনুরোধ পায় ও তারপর প্রসেস করে। Response রেট কম, ইন্টারনেট স্পিড ও সার্চের জটিলতা অনুযায়ী কম বেশী হয়, কিন্তু ফল নিখুঁত। ভয়েসে Lock screen এ apps launch করা যায়।   
   Lock screen:- Marshmallow lock screen প্রায় Lollipop এর বর্ধনযোগ্য notifications ও app shortcuts সহ আছে। Lollipopএ shortcut নীচের কোনে camera ও dialer এর সঙ্গে থাকে। Marshmallow dialer shortcut Google voice search এর সঙ্গে থাকে।
    Home screen:-একই ভয়েস কম্যাণ্ড Home screen এও দেখা যায় Google এর রঙীন google logo সহ নির্দিষ্ট search barএ । Home screen প্রায় Lollipop এর মত। (Google এর Search bar ও app icon গুলো update এর মাধ্যমে সব ডিভাইসে দেওয়া হয়েছে)
 App launch করার কয়েকটা পদ্ধতি আছে। ভয়েস কম্যাণ্ড, app icons, বর্তমান apps এর multitasking card বা নুতন চেহারার app drawer থেকে launch করা যায়। অনেকখন app drawer icon press করে সোজাসুজি app drawer search barএ যেতে পারেন। Lollipop এর মত এই সর্টকাট কিবোর্ড launch করবে।
     
    Notifications and Quick Settings:- Lollipop এর মত Marshmalow র notifications/Quick Settings area তে দুটো অংশ (2 part)আছে। home screenএর উপর থেকে একটা swipeএই notifications shade আসবে। ওতেই বর্ধনযোগ্য notifications থাকে। স্ক্রীনে নীচের দিকে 2য় সুইপ বা 2 finger নীচের দিকে swipe হোম স্ক্রীন থেকে আপনাকে Quick Settings panelএ নিয়ে যাবে।
Notifications অঞ্চলে brightness slider থাকে, Wi-Fi, bluetooth, mobile data ইত্যাদি দেখায়
 Shortcut অনেকক্ষন press করলে  Google Now on Tap আসবে Google Now এর বদলে।
    App drawer: Marshmallow তে App drawer এর অনেক পরিবর্তন করা হয়েছে। Lollipopএর মত page সংখ্যা দেখান (peginated) সমান্তরাল লিস্ট না করে vertical scrolling করা হয়েছে। আপনি লিস্ট  দ্রুত scroll করতে পারেন নীচের দিকে scruuber bar দিয়ে। Lollipop এর অনেক কার্ড সুইপ করার চেয়ে vertical list নীচের দিকে শেষ অবধি সুইপ করা সহজ। নির্দিষ্ট app search bar পাবেন  কিবোর্ড দিয়ে বা ভয়েসে ও scruber bar দিয়ে। Home স্ক্রীনে App drawer থেকে app icon আনতে পারেন। উপরে uninstall option ও পাবেন।
  Quick setting অঞ্চলে ব্যাটারী পারসেন্ট, carrier তথ্য setting menu র সর্টকাট দেখাবে। cog icon অনেকক্ষন চাপ দিলে system UI tunerএ যেতে পারেন।
     System UI tuner:- চালু করলে System UI Tuner  নীচে setting menu তে আসবে।

 
  Animations and Easter Egg:- Apps, pages ও Animations সহ সেটিংএ যাওয়া যায়। এটা কম গুরুত্বপর্ন হলেও এটা সুন্দর অনুভব আনে। Hidden Easter Egg কে রুপক (metaphor) হিসাবে দেখা যায়। কিছু সাজ সহ Flappy Bird Easter Egg ফিরে এসেছে। Setting এর About phone sectionএ বারবার tap করলে এটা পাওয়া যায়।
    Dark theme and rotation support- এটা সরান হয়ছে, তবে আবার আসবে, কারন এটা অনেকে চায়।
   Android Marshmallow Google integration 
   Google Now on Tap:-Android Marshmallow তে Google Now ছাড়াও  Google Now on Tap  একটা নুতন বৈশিষ্ট যুক্ত হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় উদ্যোগ (deal)।  Google Now  সর্টকাট বাড়তি contextual  তথ্য সবসময় সরবরাহ করে। হোম বাটন বেশীক্ষন চাপ (long press) দিলে Google Now on Tap  সক্রিয় করে, Google Now করে না। 
 সবচেয়ে উত্তম বৈশিষ্ট Marshmellow র Google Now on Tap। এটা সব সেটেই থাকে। এর  সুবিধা বেশী। এটা বিরাট সময় বাঁচায়, বিভিন্ন app launch করে বা তথ্য cross check করে।  Google Search দ্রুত ও সহজ হয়েছে। এটা নিখুঁত নয়, তবে বড় শুরু।
  Google settings app:- Google settings এখন নির্দিষ্ট setting manu র অংশ। এখানে গোপনীয় তথ্য, setting menu ও Google account এর অনেক কিছু আছে। এখানে OK,Google, ‘always listening mode’ manage করতে পারবেন। এখানে আর একটা নুতন বৈশিষ্ট Set up nearby device আছে। এটা মুলত Tap & Go র setting menu version যা NFC কে বিশ্বাস করে না। Tap & Go, Wi-Fi ও Bluetooth এর মাধ্যমে অন্য ডিভাইসে Google account, app list ও setting পাঠায়। Setting কে  নির্দিষ্ট অঞ্চলে দেওয়া হয়।
  Fingerprint API:- নুতন ফিঙ্গারপ্রিন্ট API মাধ্যমে চালু করেছে। নুতনে ও Nexus ডিভাইসে দেওয়া হয়েছে। Android Pay অন্য ও অন্য touchless ব্যবস্থায় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যনারে বিশ্বাস করে না। অন্য ডিভাইস থেকে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রী করা সহজ এবং এটা নিখুঁত ও স্পিড ভাল। আপনি শুধু play Storeএ ফিঙ্গারপ্রিন্ট যাচাই করা set up করবেন।
settings menu তে Google settings এর জন্য নির্দিষ্ট area দেয়া হয়েছ।
    ফিঙ্গার প্রিন্ট API ও দুটো Nexus ডিভাইসে ফিঙ্গার প্রিন্ট scanner পাওয়ার পর, Android pay চালু হয়েছে। Android pay হচ্ছে টাচলেস পেমেন্ট ব্যবস্থা, Apple Pay ও Samsung Pay সহ।
  Android pay set up সহজ তবে NFC যুক্ত টারমিন্যাল চাই retailerএর কাছে এবং NFC যুক্ত স্মার্টফোন চাই। Sumsang Pay এখনকার ম্যাগনেটিক strip এও কাজ করে। Android pay চালু হলেও  এখন বাল্যাবস্থা পরে ভাল হবে।
   Android Marshmallow performance
    Doze:-Google Now on Tap এর পর Marshmallowর সবচেয়ে উত্তম জিনিষ হচ্ছে Doze। Doze হচ্ছে বুদ্ধিমত্বার সঙ্গে ব্যাটারী পরিচালনা করা বৈশিষ্ট। ডিভাইস ব্যবহার না হলে ঘুমন্ত অবস্থায় চলে যায়।
 এটা ব্যাটারী বাঁচায়। অন্য ডিভাইস রাত্রে 15-25% ব্যাটারী নষ্ট করে, Marshmallow 3-5% নেয়, এভাবে standby time প্রায় 2 সপ্তাহ হয়।
Doze
    App standby:- যে যে app  use করা হচ্ছে না, সেগুলো deep sleepএ পাঠায়, প্রায় অকেজো করার মত। এ গুলোর জন্য খরচ কমে।
  Type-C and reverse charging: -Android নুতন USB Type-C  সাপোর্ট করে। Type-C cable হচ্ছে reversible যে কোন দিকে লাগান যায় এবং এটা দ্রুত ডাটা পাঠায় ও তাড়াতাড়ি চার্জ করে। সব সেটে Type-C এখন নেই কিন্তু ভবিষ্যতে থাকবে এবং অন্য ডিভাইস reverse চার্জ করতে।
   microSD support :- Android KitKat microSD ব্যবহার বন্ধ করেছিল, Lollipop এ অংশত চালু করে। এখন Android সব ডিভাইসে চালু করেছে। Internal storage এর মত use করা যাবে।
   RAM manager:- Memory নামে setting মেনুতে একটা অঞ্চল দেওয়া আছে। এতে system ও app এর memory use দেখা যাবে।
 
Android Marshmallow security
  App permissions: প্রথম বার খুলতে গেলে আপনাকে প্রতিটি app pemission দিতে হবে।
 
    Automatic app backup:-  Marshmallow  আপনা আপনি apps ও ডাটা back up করে। আগের ভারসনে ভাল নয়। ডিভাইস ও ডাটা, pass word, setting save করা যাবে এবং সব সহজেই restore করা যাবে।
    Encryption:- Android Marshmallowতে encrytion ফিরে এসেছে। Lollipop এও ভাল। হার্ডওয়্যার accelerator না থাকলে encrypyion sustem ধীর গতি করে।
  নুতন ডিভাইসে, Marshmallow Android নব যুগের Android encrytion এনেছে। Default এ encrypted হয়।
    Text selection:- Marshmallow  উন্নত text selection set up চালু করেছে। Androidএর Text selection এলোমেলো (clumsy), Marshmallow তেও ভাল নয় তবে এখন আগের থেকে ভাল। Text highlight করলে Marshmallow তে একটা স্থানীয় floating menu আসে যাতে slect all, copy বা share option আসে।
একটা overflow menu আছে যা দিয়ে web search এবং app install ও translate করতে পারেন।
    The verdict:- Android Marshmallow কে  নিখুঁত করা কাজ খুব একটা বৈপ্লবিক হয় নি। Android Marshmallow  প্রাথমিক ভাবে কয়েকটা লক্ষ হচ্ছে  Google পরিসেবা ব্যবহার সহজ করা; app access পরিচালনা করর জন্য ভাল উপায় দেখান; ব্যাটারী life উন্নত করা ও নিরাপত্তার  দর্বলতা দুর করা। Multitasking খুব ভাল উন্নত হয় নি।কিছু advance বৈশিষ্ট যুক্ত করেছে যারা use করতে চায় তাদের জন্য। Lollipop এর অনেক কিছু বৈশিষ্ট গোছান ও জট ছাড়িয়ে সোজা করা হয়েছে।কর্মক্ষমতা, ব্যাটারী লাইফ ও বৈশিষ্টগুলোর পরিপ্রেক্ষিতে Lollipop ও তার পুর্বসুরী থেকে উন্নত করা হয়েছে। Marshmallow  নিখুঁত নয় কিন্তু উপরিতলের নীচে আনেক ভাল কিছু আছে, যারা দেখতে চায় তাদের জন্য।          
    Android Nagat 7.0
   Google এর পরের(latest) mobile ও tablet operating system (OS) update হচ্ছে Android Nougat 7.0 এটা পুরো পুরি নিখুঁত করা হয়েছে (refined)।
                                                                                                                                 
                                   (চিনি বা মধু, nuts ও ডিমের সাদা অংশ দিয়ে তৈরী sweet)
     Android Naugat 7.0 ফাইন্যাল release date confirm করেছে Q3, 2016 সেপ্টেম্বর 30 এর মধ্যে Nexus device এর সাথে আছে।